Date : 13th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
বিহারে ভোটার তালিকায় বাংলাদেশের নাগরিকের ছড়াছড়ি!বাংলা ছবির অভিভাবক ছবি বিশ্বাস, জন্মদিনে ফিরে দেখা কিংবদন্তির সফরমারাঠি না বলায় পালঘরে মারধর অটোচালককে, প্রকাশ্যে ক্ষমা চাওয়ালেন শিবসেনা ও এমএনএস কর্মীরাআবার বিশ্বমঞ্চে বিমল রায়ের ‘দো বিঘা জমিন’, ভেনিস উৎসবে বিশেষ স্ক্রিনিংএক ধাক্কায় ২০ কেজি ওজন হ্রাস! গুরুতর রোগে আক্রান্ত করণ জোহর?‘ভেবেছিলাম ভুলেই গিয়েছে’, ১৩ বছর পরেও এত ভালবাসা পেয়ে আবেগঘন জেনেলিয়া‘বাবাকে ঠকিয়েছে, চুরিও করেছে’! অনু মালিককে নিয়ে বিস্ফোরক ভাইপো আমালআহত ঋষভকে নিশানা করে ইংল্যান্ডের শর্ট বল ষড়যন্ত্রে ক্ষুব্ধ গাভাসকর, সৌরভকে বিশেষ আর্জিবলি হিরোদের শেষ ভরসা অ্যাকশন! ‘ধুরন্ধর’-এ রণবীর সিং কি ফেরাতে পারবেন তাঁর ম্যাজিক?ক্যানসার থাবা বসিয়েছিল শরীরে, এবার নতুন অসুখের সম্মুখীন দীপিকা

ঘরবদলের ইঙ্গিত? তৃণমূলে যোগদানের জল্পনায় মুখ খুললেন দিলীপ ঘোষ

তবে কি কোনও ‘চমক’ আসতে চলেছে? প্রশ্নের উত্তরে রহস্যময় হাসি।

ঘরবদলের ইঙ্গিত? তৃণমূলে যোগদানের জল্পনায় মুখ খুললেন দিলীপ ঘোষ

শেষ আপডেট: 4 July 2025 05:11

দ্য ওয়াল ব্যুরো: তাঁর হাঁটা-চলা, কথাবার্তা - সব কিছুতেই জড়ানো রাজনীতির ‘স্পার্ক’। শুক্রবার সকালে নিউটাউনের ইকোপার্কে প্রাতঃভ্রমণে এসে ফের সেই আগুনে ইন্ধন জোগালেন দিলীপ ঘোষ। তৃণমূলে যোগদানের জল্পনা নিয়ে মুখ খুললেন, কিন্তু উত্তরটা যেন প্রশ্নকেই আরও ঘনীভূত করে দিল।

বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতির কথায়, “আমার রাজনৈতিক ভবিষ্যৎ পার্টি ঠিক করবে। ডাকলে যাব, না ডাকলে যাব না। ভগবানের খাতায় নাম লেখা আছে।”

এটুকু শুনেই রাজনৈতিক মহলে ফের চাঞ্চল্য। রাজ্য বিজেপির নতুন সভাপতির সংবর্ধনায় অনুপস্থিত ছিলেন দিলীপ ঘোষ। তার আগে দিঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে সস্ত্রীক উপস্থিতি। সব মিলিয়ে জল্পনার আগুনে ঘি অব্যাহত। আর সেই আগুনে দিলীপ নিজেই বলছেন, “কল্পনা করতে তো পয়সা লাগে না। দিলীপ ঘোষ মার্কেটে আছে, এটুকু ঠিক।”

তবে কি কোনও ‘চমক’ আসতে চলেছে? প্রশ্নের উত্তরে রহস্যময় হাসি।

তৃণমূলের সঙ্গে সম্পর্কের প্রশ্নে তাঁর সাফাই, “কুণাল, অরূপদের সঙ্গে সম্পর্ক বহু পুরনো। আজও আছে, ভবিষ্যতেও থাকবে। আমি কাল শত্রু, আজ বন্ধু - এভাবে ভাবি না। আমার কারও সঙ্গে তিক্ততা নেই।”

সম্প্রতি রাজ্য সরকারের আমন্ত্রণে জগন্নাথ মন্দির উদ্বোধনে হাজিরাও বিতর্কে ঘি ঢেলেছে। এ বিষয়ে দিলীপ ঘোষ বলেন, “আমি গিয়েছি একজন সম্মানীয় নাগরিক হিসেবে। আমারও ট্যাক্সের টাকা রয়েছে ওই মন্দির তৈরিতে। এটা কারও ব্যক্তিগত সম্পত্তি নয়।”

সব মিলিয়ে এখনই কিছু স্পষ্ট নয়। কিন্তু একটা ব্যাপার স্পষ্ট, দিলীপ ঘোষকে ঘিরে জল্পনার বাজার এখনও গরম! ২১ জুলাইয়ের আগে আরও কি চমক অপেক্ষা করছে? আপাতত উত্তর অজানাই।


ভিডিও স্টোরি