তবে কি কোনও ‘চমক’ আসতে চলেছে? প্রশ্নের উত্তরে রহস্যময় হাসি।
শেষ আপডেট: 4 July 2025 05:11
দ্য ওয়াল ব্যুরো: তাঁর হাঁটা-চলা, কথাবার্তা - সব কিছুতেই জড়ানো রাজনীতির ‘স্পার্ক’। শুক্রবার সকালে নিউটাউনের ইকোপার্কে প্রাতঃভ্রমণে এসে ফের সেই আগুনে ইন্ধন জোগালেন দিলীপ ঘোষ। তৃণমূলে যোগদানের জল্পনা নিয়ে মুখ খুললেন, কিন্তু উত্তরটা যেন প্রশ্নকেই আরও ঘনীভূত করে দিল।
বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতির কথায়, “আমার রাজনৈতিক ভবিষ্যৎ পার্টি ঠিক করবে। ডাকলে যাব, না ডাকলে যাব না। ভগবানের খাতায় নাম লেখা আছে।”
এটুকু শুনেই রাজনৈতিক মহলে ফের চাঞ্চল্য। রাজ্য বিজেপির নতুন সভাপতির সংবর্ধনায় অনুপস্থিত ছিলেন দিলীপ ঘোষ। তার আগে দিঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে সস্ত্রীক উপস্থিতি। সব মিলিয়ে জল্পনার আগুনে ঘি অব্যাহত। আর সেই আগুনে দিলীপ নিজেই বলছেন, “কল্পনা করতে তো পয়সা লাগে না। দিলীপ ঘোষ মার্কেটে আছে, এটুকু ঠিক।”
তবে কি কোনও ‘চমক’ আসতে চলেছে? প্রশ্নের উত্তরে রহস্যময় হাসি।
তৃণমূলের সঙ্গে সম্পর্কের প্রশ্নে তাঁর সাফাই, “কুণাল, অরূপদের সঙ্গে সম্পর্ক বহু পুরনো। আজও আছে, ভবিষ্যতেও থাকবে। আমি কাল শত্রু, আজ বন্ধু - এভাবে ভাবি না। আমার কারও সঙ্গে তিক্ততা নেই।”
সম্প্রতি রাজ্য সরকারের আমন্ত্রণে জগন্নাথ মন্দির উদ্বোধনে হাজিরাও বিতর্কে ঘি ঢেলেছে। এ বিষয়ে দিলীপ ঘোষ বলেন, “আমি গিয়েছি একজন সম্মানীয় নাগরিক হিসেবে। আমারও ট্যাক্সের টাকা রয়েছে ওই মন্দির তৈরিতে। এটা কারও ব্যক্তিগত সম্পত্তি নয়।”
সব মিলিয়ে এখনই কিছু স্পষ্ট নয়। কিন্তু একটা ব্যাপার স্পষ্ট, দিলীপ ঘোষকে ঘিরে জল্পনার বাজার এখনও গরম! ২১ জুলাইয়ের আগে আরও কি চমক অপেক্ষা করছে? আপাতত উত্তর অজানাই।