শেষ আপডেট: 28th February 2025 11:13
দ্য ওয়াল ব্যুরো: কমিশনের আশীর্বাদে ভোটার লিস্টে (Voter List) ভূতুড়ে নাম ঢোকাচ্ছে বিজেপি! বৃহস্পতিবার নেতাজি ইন্ডোরের সভা থেকে নিজের এই অভিযোগের সপক্ষে বাংলার ভোটার লিস্টের কিছু নথিও তুলে ধরেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।
২৪ ঘণ্টার ব্য়বধানে এবার রাজ্যের ভোটার লিস্ট নিয়ে তৃণমূলের বিরুদ্ধে বড় চক্রান্তের অভিযোগ আনলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ (Dilip Ghosh)। দিলীপের অভিযোগ, "ভোটার লিস্ট নিয়ে তৃণমূলের বড় চক্রান্ত আছে। প্রতি বিধানসভায় ৫-১০ হাজার করে বাংলাদেশীদের নাম ঢোকাতে চাইছে তৃণমূল! তাই আগেভাগেই উনি (মমতা বন্দ্যোপাধ্যায়) বিজেপির দিকে তির ঘুরিয়ে দিতে চাইছেন।"
বৃহস্পতিবার নেতাজি ইন্ডোরের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছিলেন, "কমিশনের আশীর্বাদ নিয়ে দিল্লি, মহারাষ্ট্রের মতো বাংলাতেও ফিল্ড সার্ভে না করে এআরও-র সাহায্যে অপারেটরদের কাজে লাগিয়ে অনলাইনে ভূতুড়ে ভোটারদের নাম তোলা হচ্ছে। বাংলার ভোটারের একই এপিক কার্ডে হরিয়ানা, গুজরাতের লোকের নাম তুলছে।"
দিলীপের পাল্টা বক্তব্য, যেভাবে হিন্দুদের জাগরণ শুরু হয়েছে, কুম্ভমেলায় কোটি কোটি মানুষ যাচ্ছেন তাতে ভয় পেয়েছে তৃণমূল। ওরা বুঝতে পারছে হরিয়ানা, মহাjাষ্ট্রের মতো পশ্চিমবাংলার হিন্দুরাও ভেল্কি দেখাবে। আগামী বিধানসভা ভোটে হিন্দু ভোট ওনার বিরুদ্ধে যাবে এটা বুঝতে পারছেন বলেই বাংলাদেশ থেকে রোহিঙ্গাদের এনে রাজ্যের ভোটার লিস্টে ঢোকাতে চাইছেন।"
বৃহস্পতিবারের সভা থেকে মুকুল রায়, শুভেন্দু অধিকারীদের 'বেইমান' বলে আক্রমণ করেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কাকতালীয়ভাবে তৃণমূলের ওই সভায় ছিলেন মুকুল পুত্র শুভ্রাংশু রায়ও। ওই প্রসঙ্গে দিলীপের কটাক্ষ, "পেটের জন্য অনেক কিছু করতে হয়! তাই বাবাকে বেইমানি বলার পরও উনি (শুভ্রাংশু) তৃণমূলে রয়েছেন।" কংগ্রেস ভেঙে তৃণমূলই সবচেয়ে বড় বেইমানি করেছে বলেও দাবি করেছেন মেদিনীপুরের প্রাক্তন সাংসদ।