শেষ আপডেট: 7th November 2024 12:19
দ্য ওয়াল ব্যুরো: রোগী হয়রানি ঠেকাতে এবার আরজি কর মেডিক্যালেও চালু হল ডিজিটাল বেড ভ্যাকেন্সি। এর আগে ১ নভেম্বর থেকে এসএসকেএম-সহ কলকাতার পাঁচটি মেডিক্যালে চালু হয়েছে এই পরিষেবা। তবু রোগী হয়রানির অঁভিযোগ উঠেছে।
গোটা ঘটনায় সরব জুনিয়র চিকিৎসকদের একাংশ। তাঁদের বক্তব্য, নাম কা ওয়াস্তে ডিজিটাল বেড ভ্যাকেন্সি চালু করলেই হবে না, পরিকাঠামোগত মান্নোনয়ন করতে হবে। নতুবা রোগী হয়রানি অব্যাহতই থাকবে।
আরজি করে ডাক্তারি ছাত্রীর খুন-ধর্ষণের প্রতিবাদে বিচার চেয়ে ১০ দফা দাবিতে আন্দোলনে নামেন জুনিয়র চিকিৎসকদের একাংশ। তাঁদের এই ১০ দফা দাবির মধ্যে ছিল হাসপাতালগুলিতে ডিজিটাল বেড ভ্যাকেন্সি চালুর প্রসঙ্গও।
দাবি মেনে গত ১৫ অক্টোবর থেকে প্রথম পর্যায়ে পাইলট প্রকল্প হিসেবে দক্ষিণ ২৪ পরগনা জেলায় শুরু হয় কেন্দ্রীয় রেফারেল ব্য়বস্থা। পরে ১ নভেম্বর থেকে এসএসকেএম-সহ ৫টি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চালু হয় এই পরিষেবা। বুধবার থেকে আরজি করেও চালু হয়েছে ডিজিটাল বেড ভ্যাকেন্সি মনিটরিং সিস্টেম। কিন্তু তারপরেও রোগী হয়রানির ঘটনা ঘটছে বলে অভিযোগ।
এ ব্যাপারে স্বাস্থ্য দফতরের এক কর্তার বক্তব্য, সরকারি হাসপাতালগুলিতে প্রতিদিনই রোগীর চাপ বাড়ছে। ফলে রাতারাতি বেড সমস্যার সমাধান সম্ভব নয়। তবে দ্রুততার সঙ্গে সমস্যা সমাধানের চেষ্টা করা হচ্ছে।