Date : 17th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
আমেরিকায় ‘চুরি’র অভিযোগে ভারতীয় মহিলা আটক, বদলায় নয়া ভিসা ফরমান জারি ট্রাম্প প্রশাসনেরঅনির্দিষ্টকালের জন্য স্থগিত অমরনাথ যাত্রা, টানা বৃষ্টিতে ধস, মৃত ১ তীর্থযাত্রী, আহত একাধিকAir India Crash: 'দায় চাপানোর আগে...', দুর্ঘটনা নিয়ে প্রাথমিক রিপোর্টে অসন্তুষ্ট পাইলট বডি‘কম নম্বর’! ছেলেকে ঘরছাড়া করল বাবা মা, চিনা অভিভাবকের কঠোর সিদ্ধান্তে দেশজুড়ে বিতর্কযত নষ্টের মূলে বিরাট, পদপিষ্টের ঘটনায় দুই যুক্তিতে দায় ঝেড়ে ফেলল কর্নাটক সরকারএবার প্রজ্ঞানন্দের হাতে কিস্তিমাত কার্লসেন! লাস ভেগাস টুর্নামেন্টের নক আউটে ভারতীয় দাবাড়ু‘যার যা আছে..’ জনযুদ্ধের ডাক হাসিনার, ওয়াকার বাহিনীর বিরুদ্ধে মুখ খুলে টানলেন পাকসেনার কথা২১ জুলাইয়ের সভার আগে হোর্ডিং ছেঁড়া নিয়ে বিতর্ক, শিবপুরে তৃণমূলের অভিযোগে উত্তপ্ত রাজনীতিদক্ষিণবঙ্গে বৃষ্টি কমলেও বজায় থাকবে অস্বস্তি, উত্তরে ভারী বর্ষণের আভাস দিল হাওয়া অফিসমুখ্যমন্ত্রীর ক্ষোভেও টলল না ডিভিসি, বরং আরও বাড়ল জলছাড়া, দক্ষিণবঙ্গে বন্যার আশঙ্কা
Digha Jagannath Temple Rath Yatra 2025

এবার রথে দিঘা জমজমাট! লং উইকেন্ডে যাত্রাপথের নকশা আঁকছেন মমতা

১২ আষাঢ় দিঘায় প্রথমবার জগন্নাথ রথযাত্রা হতে চলেছে জাঁকজমকভাবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে পরিকল্পনার দায়িত্বে।

এবার রথে দিঘা জমজমাট! লং উইকেন্ডে যাত্রাপথের নকশা আঁকছেন মমতা

দিঘায় প্রথমবার জগন্নাথ রথযাত্রা

শেষ আপডেট: 29 April 2025 15:57

দ্য ওয়াল ব্যুরো: সপ্তাহান্ত লম্বা হলে বাঙালির আহ্লাদের শেষ থাকে না। দিঘা (Digha), মন্দারমণির বাস ভরে ভরে হাজার হাজার মানুষ যায় সবান্ধব, সপরিবার সমুদ্র দেখতে। বাকিটা গত কয়েক বছর ধরে একইরকম। সমুদ্র স্নান, খাওয়া দাওয়া, আড্ডা-আনন্দে ভরপুর আড়াইটে দিন। 

এবার রথে তার চেয়েও ঢের বেশি উপঢৌকন সাজিয়ে অপেক্ষা করবে দিঘা। বুধবার অক্ষয় তৃতীয়া। বিকেলে অমৃত মুহূর্তে মন্দিরের (Digha Jagannath Mandir) দরজা খুলে যাবে। এই প্রথম বার ভব্য এই মন্দিরের গর্ভগৃহে থাকা জগন্নাথ দেব, বলভদ্র ও সুভদ্রাকে দেখা যাবে। বাঙালির কাছে এহেন জগন্নাথ মানে তো শুধু পুরী নয়, রথযাত্রাও। মাহেশের রথ, বারুইপুরের রথ, ইস্কনের রথ..। তাই এই আষাঢ়ে সব কিছু ছাপিয়ে যেতে পারে দিঘার রথযাত্রা (Digha Rath Yatra)। এরই মধ্যে যার নকশা আঁকতে শুরু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শেষ মুহূর্তে কোনও পরিবর্তন না ঘটলে, সেই রথির রশি টানতে দেখা যেতে পারে মুখ্যমন্ত্রীকে। রথটি কাঠামোগত ভাবে দেখতে কেমন হবে, তাও সম্ভবত শিগগির চূড়ান্ত হয়ে যাবে। 

পুরীতে রথযাত্রায় শতাব্দী প্রাচীণ প্রথা হল, সোনার ঝাড়ু দিয়ে রাস্তা পরিষ্কার করা। সেটা প্রতীকী। দিঘায় জগন্নাথ দেবের রথযাত্রাতেও তার ব্যতিক্রম ঘটবে না। সেই প্রতীকী সোনার ঝাড়ু বানানোর খরচ জোগাতে মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই তাঁর ব্যক্তিগত সঞ্চয় থেকে ৫ লক্ষ টাকা দান করার অঙ্গীকার করেছেন। জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রা— রথযাত্রায় (Rath Yatra 2025) তিন ভাই বোনে মিলে যান মাসির বাড়ি। দিঘায় বিশ একর জমিতে জগন্নাথ মন্দির তৈরি হয়ে গিয়েছে। ভোগ রান্নার ঘর, পুরোহিত, পাচকদের থাকার জায়গা সব ব্যবস্থাপনাই সেখানে রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ও ভোলেননি মাসির বাড়ির কথা। 

পুরনো দিঘায় অনেক আগে থেকে একটা জগন্নাথ মন্দির রয়েছে। সেই মন্দিরই হবে মাসির বাড়ি। তাই সংস্কার কাজ শুরু হয়ে গেছে। সেই বাড়িরই চাতালে এসে দাঁড়াবে জগন্নাথ দেবের রথ। ৬ দিন সেখানে থাকবে। তার পর উল্টোরথে সেখান থেকে রথের চাকা ফের গড়াবে মূল মন্দিরের দিকে। 

এবার রথযাত্রা পড়েছে ১২ আষাঢ়। সেদিন শুক্রবার। দুপুর ১ টা বেজে ২০ মিনিটের আগে শুভ সময়। অর্থাৎ রথযাত্রা শুরু হবে তার আগে। রথে এমনিতে সরকারি অফিস, কাছারি, স্কুল, কলেজ ছুটি থাকে। বেসরকারি অনেক প্রতিষ্ঠানও ছুটি থাকে। তাই লম্বা সপ্তাহান্ত। 

সরকারি আমলা ও স্থানীয় প্রশাসনের কর্তাদের মতে, রথে বিপুল সংখ্যক মানুষের সমাগম হতে পারে দিঘায়। সেই কারণে সরকারি পর্যটন আবাসগুলিকে ইতিমধ্যে সাজিয়ে তোলা হয়েছে। বেসরকারি হোটেল বা গেস্ট হাউজের সংখ্যা দিঘায় কম নয়। তবে মনে করা হচ্ছে, মন্দারমণি, তাজপুর বা উদয়পুরের হোটেলে থেকে সেখান থেকেও মানুষজন আসবেন দিঘার মন্দির দেখতে। খুব শিগগির দিঘায় হোটেল বুকিংয়ের (Digha Hotel Booking) হিড়িক পড়বে বলেও তাঁরা মনে করছেন। 

কালীঘাটের ঘনিষ্ঠ সূত্রের মতে, মঙ্গলবার জগন্নাথ মন্দিরে যজ্ঞ বা বুধবার অক্ষয় তৃতীয় দরজা খোলার যে অনুষ্ঠান দেখা গেছে ও যাবে তা হিমশৈলের চূড়ামাত্র। দিঘায় জগন্নাথ মন্দিরকে সামনে রেখে অনেক কিছু পরিকল্পনা করে রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আষাঢ়ে যেমন রথযাত্রা হবে, তেমনই শীতে দিঘায় কার্নিভাল হতে পারে। সবটাই মন্দিরকে কেন্দ্র করে। মমতা বন্দ্যোপাধ্যায়কে যাঁরা মুসলিম তোষণের পটভূমিতে আঁকার ধারাবাহিক চেষ্টা করছেন, তাঁদের জবাব দিতেই জগন্নাথ মন্দিরকে সামনে রেখে ধারাবাহিক কর্মসূচির কৌশল রেডি করছেন মুখ্যমন্ত্রী। 

কদিন পর থেকে হয়তো এও দেখা যেতে পারে, জেলার তৃণমূলের নেতা মন্ত্রীরা বাস ভরে ভরে ভক্তদের পাঠাতে শুরু করবেন দিঘায় জগন্নাথ মন্দিরের উদ্দেশে। উত্তরপ্রদেশে রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার পর যে কাজটা খুব সংহতভাবে করেছিল আরএসএস ও বিজেপি। এবার সেটাই হয়তো ফিরিয়ে দেওয়ার পালা।


ভিডিও স্টোরি