বাসে থাকা অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। তাঁদেরও হেঁড়িয়া হাসপাতালে চিকিৎসা চলছে। দুর্ঘটনার পর বেশ কিছুক্ষণ জাতীয় সড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়।
দুর্ঘটনাগ্রস্ত কন্টেনার
শেষ আপডেট: 16 June 2025 05:50
দ্য ওয়াল ব্যুরো, পূর্ব মেদিনীপুর: সোমবার সকালে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় শোরগোল পড়ল পূর্ব মেদিনীপুরের কৃষ্ণনগরে। দিঘা-নন্দকুমার ১১৬বি জাতীয় সড়কে মুখোমুখি সংঘর্ষ হয় দিঘাগামী একটি যাত্রীবাহী বাস ও বিপরীত দিক থেকে আসা একটি কন্টেনারের। ঘটনায় গুরুতর জখম হন বাসের দুই চালক। আশঙ্কাজনক অবস্থায় তাঁদের ভর্তি করা হয়েছে হেঁড়িয়া হাসপাতালে।
প্রাথমিকভাবে জানা গিয়েছে, বাসে থাকা অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। তাঁদেরও হেঁড়িয়া হাসপাতালে চিকিৎসা চলছে। দুর্ঘটনার পর বেশ কিছুক্ষণ জাতীয় সড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়।
পুলিশ সূত্রে খবর, কী কারণে এই দুর্ঘটনা, তা খতিয়ে দেখা হচ্ছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় হেঁড়িয়া তদন্ত কেন্দ্রের পুলিশ। পরিস্থিতি স্বাভাবিক করে যান চলাচল নিয়ন্ত্রণে আনে তারা।
স্থানীয় বাসিন্দারা জানান, প্রচণ্ড গতিতে ছুটছিল কন্টেনারটি। নিয়ন্ত্রণ হারিয়ে উলটো দিক থেকে আসা বাসটিকে ধাক্কা দেয়। সংঘর্ষে দু'টি গাড়ির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়।