শেষ আপডেট: 25th September 2023 08:46
দ্য ওয়াল ব্যুরো: কেউ খুঁজছেন গাড়ি থামিয়ে, আবার পথ চলতে চলতে কেউ দাঁড়িয়ে পড়েছেন থমকে। সকলেই ব্যস্ত রাস্তায় হন্যে হয়ে হিরে খুঁজছেন। হ্যাঁ, ঠিকই পড়ছেন। বাস্তবেই এমনই এক ঘটনা সামনে এল গুজরাতের সুরাটে (Diamond in Gujarat Road)। সেই ভিডিও ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। এর সত্যতা অবশ্য যাচাই করেনি দ্য় ওয়াল।
সোশ্যাল মিডিয়া (Social Media) খুললেই হরেক রকম ভিডিও নজরে আসে। সেইসব আজব দৃশ্য দেখলে কখনও অবাক হতে হয়, আবার কখনও মন ছুঁয়ে যায়। এবার সেই তালিকায় জায়গা পেল এক অদ্ভুত ঘটনা। আচ্ছা, রাস্তা দিয়ে যেতে যেতে কখনও টাকা-পয়সা পড়ে থাকতে দেখেছেন? ধরুন, আপনার ভাগ্যেই হল সেই অপ্রত্যাশিত ধনলাভ! তাহলে কী আর খুশি ধরে রাখা যায়! আর টাকা-পয়সা নয়, যদি এক্কেবারে পথ চলতে চলতে পেয়ে যান হিরে! ভাবছেন তাও আবার হয় নাকি! বহুমূল্যের হিরে কি আর রাস্তায় পাওয়া যায়! কিন্তু অবিশ্বাস্য সেই ঘটনার ভিডিওই যে ছড়িয়ে পড়েছে নেটপাড়ায় (Social Media)!
ঘটনাটি রবিবারের। খবর রটে, সুরাটের ভারাচ্চা এলাকার মিনি বাজারে বেচাকেনার জন্য নিয়ে যাওয়ার সময় এক ব্যবসায়ীর হিরের প্যাকেট রাস্তায় পড়ে যায়। খবর রটতেই সেই পথে হিরে খোঁজার ধূম পড়ে যায়। কাজ ভুলে সবাই নেমে পড়েন হিরে খুঁজতে। এক্স-হ্যান্ডেলে হিরে খোঁজার সেই ভিডিও শেয়ারও করা হয়েছে।
অরবিন্দ পানসেরিয়া নামে এক হিরে সন্ধানকারী জানিয়েছেন, এক ব্যক্তি হিরে খুঁজে পেয়েছিলেন। তবে তা ছিল ইমিটেশন জুয়েলারি বা শাড়ির কাজে ব্যবহৃত নকল হিরে। তাই আপাতভাবে ঘটনাটি 'প্র্যাঙ্ক' বলেই মনে করা হচ্ছে।
আরও পড়ুন: ২০০০-এর সব নোট বদলে নিয়েছেন তো? হাতে কিন্তু আর মাত্র ৫ দিন আছে