শেষ আপডেট: 12th September 2024 15:54
দ্য ওয়াল ব্যুরো: ডায়মন্ড হারবারে বিচারকদের আবাসনে দুষ্কৃতী-তাণ্ডবের ঘটনায় নিরাপত্তার দাবিতে হাইকোর্টের রেজিস্টারকে চিঠি লিখেছিলেন উত্তর ২৪ পরগনার জেলা বিচারক। বিষয়টি প্রকাশ্যে আসতে শোরগোল পড়ে গিয়েছিল। 'বিচার বিভাগও আক্রমণের মুখে' প্রশ্ন তুলে কেন্দ্রকে চিঠি লিখেছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।
ওই হামলার ঘটনায় ডায়মন্ড হারবারের এক ওসির বিরুদ্ধেও ষড়যন্ত্রের অভিযোগ এনেছিলেন এসিজেএম-সহ তিন বিচারক। তাঁদের অভিযোগের ভিত্তিতে কুমারেশ দাস নামে সংশ্লিষ্ট পুলিশ অফিসারের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করেছে পুলিশ। এবার ওই ঘটনায় ধৃত অভিযুক্তকে জেরা করে হামলার কারণ শুনে চমকে উঠলেন পুলিশের কর্তারা।
বিচারকদের আবাসনে হামলার ঘটনায় সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে বুধবার হিরন্ময় গায়েন নামে এক অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। সূত্রের খবর, জেরায় পুলিশকে ধৃত যুবক একাধিকবার জানিয়েছে, ''নেশা করেছিলাম, বুঝতে পারিনি ওটা আবাসন।'
এমন কথা শুনে চমকে উঠেছেন পুলিশের কর্তারাও! অভিযুক্ত সত্যি বলছে নাকি কিছু আড়াল করছে তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
ঘটনার সূত্রপাত, গত ২৭ অগস্ট নবান্ন অভিযানের ডাক দিয়েছিল পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ। সেদিন নবান্ন অভিযানে যাওয়া তিনজন মহিলা নেত্রীকে পকসো কেস দিয়ে গ্রেফতার করে ডায়মন্ড হারবার পুলিশ। আদালত সূত্রের খবর, ধৃতদের ১৪ দিনের পুলিশ রিমান্ড চাওয়া হয়। আইন না মানায় বিচারক পুলিশ রিমান্ড দেননি। এরপরই গত ৮ সেপ্টেম্বর রাতে দুজন দুষ্কৃতীকে সঙ্গে নিয়ে ডায়মন্ড হারবারের পুলিশ অফিসার কুমারেশ দাস বিচারকদের আবাসনে হামলা চালায় বলে অভিযোগ।
যদিও বুধবার অভিযুক্ত পুলিশ অফিসার কুমারেশ দাস দ্য ওয়ালের কাছে দাবি করেছেন, "আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হচ্ছে, সে ব্যাপারে আমি কিছুই জানি না। আমি পৈলানের ট্রাফিক ওসি। ডায়মন্ড হারবারে আমার কোনও যোগই নেই।"