শেষ আপডেট: 21st July 2024 17:35
তৃণমূলের শহিদ সমাবেশকে ঘিরে রবিবার সকাল থেকেই লোকে লোকারণ্য ধর্মতলা। সবাই যে শুধুই দলীয় কর্মসূচিতে এসেছেন তেমন নয়। কেউ কেউ আছেন, যারা রথ দেখা, কলা বেচা দুইই সারছেন।
বিক্রি হচ্ছে তিন থাকের টুপি। যার এক একটির দাম ৫ হাজার টাকা! ৫০ টাকার সাধারণ টুপিও রয়েছে। কিন্তু তিন থাকের টুপির এত দাম কেন? বাঁকুড়ার এক বিক্রেতা বললেন, "বিশেষ ধরনের এই টুপিতে দিদির লক্ষ্মীর ভান্ডার-সহ বিভিন্ন প্রকল্পের নাম তুলে ধরেছি কারুকাজের মাধ্যমে। এই টুপি বানাতে তিন মাস সময় লেগেছে। ফলে দাম তো একটু বেশি হবেই।"
পাঁচ হাজারের বেশ কয়েকটি টুপি নিয়ে হাজির হয়েছেন ওই শিল্পী। বিক্রি হবে? আত্মবিশ্বাসী কণ্ঠে জবাব এল, "নিশ্চয়ই। এই টুপি তো পরার জন্য নয়, বাড়িতে সাজিয়ে রাখার। এই টুপি ঘরে রাখলে দিদির প্রতিটি সরকারি প্রকল্পের বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। তাছাড়া দিদির প্রতি ভালবাসা থেকে অনেকেই এই টুপি কিনবেন।" ইতিমধ্যে দুটি টুপি বিক্রি হয়ে গেছে বলেও দাবি করেছেন তিনি।
বাঁকুড়ার পাশাপাশি সোনারপুর, সুভাষগ্রাম থেকেও এরকমই টুপি নিয়ে হাজির হয়েছেন কয়েকজন শিল্পী। যা দেখতে উপচে পড়া ভিড় জমেছে সেখানে। এদিকে সকাল থেকে ঝিরঝিরে বৃষ্টি। সবাই যে ছাতা নিয়ে এসেছেন এমনও নয়। মাথা বাঁচাতে অনেকে ৫০, ১০০ টাকার টুপিও কিনছেন। বিক্রেতাদের কথায়, "দিদির বক্তব্যও শোনা হল, দুটো পয়সা রোজগারও হল।"