শেষ আপডেট: 8th June 2022 12:31
দ্য ওয়াল ব্যুরো: পাঁচ দিন আগে দিল্লি হাইকোর্ট (Delhi High Court) এক রায়ে অসামরিক বিমান কর্তৃপক্ষের উদ্দেশে পষ্টাপষ্টি জানিয়ে দিয়েছিল, এয়ারপোর্টে বা বিমানে মাস্ক না পরে ঘুরলে বা হাত পরিচ্ছন্ন না রাখলে কড়া ব্যবস্থা নেওয়া হোক। দরকারে বড় টাকা জরিমানা ধার্য করা যেতে পারে। এমনকি উচ্চ আদালত এও জানিয়েছিল, যে যাত্রীরা মাস্ক পরবেন না, তাঁদের চাইলে নো-ফ্লাই তালিকাতেও রাখা যেতে পারে। যাতে তারা সাময়িক ভাবে আর কোনও বিমানে উঠতে না পারে।
দিল্লি হাইকোর্টের ওই নির্দেশের পর ডিজিসিএ (DGCA) বুধবার জানিয়ে দিল, বিমানে মাস্ক পরে না উঠলে তা নিয়মভঙ্গের সামিল হবে। সে ক্ষেত্রে বিমান ওড়ার আগে নামিয়ে দেওয়া হতে পারে।
কিছুদিন আগে ইউরোপের বেশ কয়েকটি দেশে বিমানে মাস্ক পরার ব্যাপারে নিয়ম শিথিল করা হয়েছে। তবে দিল্লি হাইকোর্ট তাদের রায়ে জানিয়েছে, সংক্রমণের ঝুঁকি কমাতেই বাধ্যতামূলক ভাবে মাস্ক পরার কথা বলা হচ্ছে। এ ব্যাপারে ডিজিসিএ (DGCA) সমস্ত ঘরোয়া এয়ারলাইন্সগুলোকে স্পষ্ট জানাতে পারে। সব এয়ারলাইন্সের কর্মী, ফ্লাইট অ্যাটেন্ডেটদের ক্ষমতা দেওয়া যেতে পারে যে কোনও যাত্রীকে তাঁরা যদি দেখেন মাস্ক না পরে এয়ারপোর্টে ঘুরছেন বা বিমানে উঠেছেন, তা হলে তাঁরাই ব্যবস্থা নিতে পারবেন।
ডিজিসিএ বুধবার জানিয়েছে, এয়ারপোর্টের মধ্যে মাস্ক পরা বাধ্যতামূলক করার ব্যাপারে সিআইএসএফকে দায়িত্ব দেওয়া হয়েছে। সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স তথা সিআইএসএফ সব বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্বে রয়েছে। যাত্রীরা বিমানবন্দরে প্রবেশের সময়ে সিআইএসএফ জওয়ানরাই দেখে নেবেন যে যাত্রী মাস্ক পরে রয়েছেন কিনা।
তবে বিমানবন্দরে পানীয় বা অন্য কিছু খাবার সময়ে অবশ্যই মাস্ক নামিয়ে রাখা যাবে। কিন্তু বাকি সময়ে এয়ারপোর্টে বা বিমানের মধ্যে মাস্ক পরেই থাকতে হবে।
কায়দা করে ফায়দা তুলেছে, ৯৯ শতাংশ তদন্ত শেষ: ভবানীপুর জোড়া খুন নিয়ে মমতা