শেষ আপডেট: 15th August 2023 07:42
দ্য ওয়াল ব্যুরো: বিধ্বংসী আগুনে ঝলসে মৃত্যু হল ২ বছরের শিশু-সহ একই পরিবারের চারজনের। মঙ্গলবার ভোররাতে ঘটনাটি ঘটেছে বাংলাদেশের (Bangladesh) ঢাকার একটি রাসাযনিক কারখানায়। বুড়িগঙ্গা নদীর অপর তীরে কেরানিগঞ্জে একটি রাসায়নিকে কারখানার (Chemical plant) গুদামে ভয়াবহ অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ঘটনায় গুরুতর আহত আরও কয়েকজন। তাঁদের চিকিৎসা চলছে ঢাকার শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে।
জানা গেছে, এদিন ভোর রাতে গ্লাস অ্যান্ড পলিমার কারখানার (Chemical plant)গুদামে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। কারখানার গুদামে ঘুমোচ্ছিলেন জেসমিন আখতার, তাঁর দুই মেয়ে ঈশা (১৬) ও মিনা (২২) এবং মিনার ২ বছরের শিশুসন্তান। জেসমিনের স্বামী সৌদিপ্রবাসী মিলন। দুই মেয়ে এবং নাতিকে নিয়ে কারখানার গুদামে থাকতেন জেসমিন। ভোর রাতে কোনওভাবে সেই গুদামে আগুন লেগে যায়।
দমকল বিভাগের স্থানীয় আধিকারিক মহম্মদ সামসুজ্জামান জানান, কেরানিগঞ্জ ফায়ার সার্ভিস এবং সদরঘাট ও সদর দফতরের ছ’টি ইউনিট প্রায় ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তিনি বলেন, “ঠিক কী কারণে আগুন লেগেছিল তা এখনও স্পষ্ট নয়। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।” খবর পেয়ে ঘটনাস্থলে আসেন পুলিশের কর্তারা। জেলাশাসক মোহাম্মদ আনিসুর রহমান জানান, আগুন লাগার কারণ জানতে পাঁচ সদস্যের টিম গঠন করা হয়েছে। তাঁরা বিষয়টি তদন্ত করে দেখছেন। ঘটনার জেরে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
আরও পড়ুন: ছুটির দিন বলেই বেলা অবধি ঘুমোচ্ছেন, অতিরিক্ত ঘুমেই কিন্তু বিগড়ে যায় হার্টের ছন্দ