শেষ আপডেট: 1st April 2024 12:51
দ্য ওয়াল ব্যুরো, পূর্ব মেদিনীপুর: ভোট যত এগোচ্ছে ততই তেতে উঠছে বঙ্গ রাজনীতি। প্রচারে বেরিয়ে বিরোধী প্রার্থীর পালের হাওয়া কাড়তে কু-বাক্যের স্রোতও চলছে। এই আবহেই অন্য কথা শোনালেন ঘাটালের তৃণমূল প্রার্থী দেব। রবিবার পাঁশকুড়ায় প্রচারে এসেছিলেন তিনি। সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে জনপ্রতিনিধিদের দায়িত্ব স্মরণ করিয়ে দিলেন তিনি।
বললেন, "আমার মনে হয় কী, আমরা তো জনপ্রতিনিধি, আমাদের উপর নির্ভর করছে ভারতের গণতন্ত্র। যেহেতু ভারত একটি গণতান্ত্রিক দেশ। আমরা জনপ্রতিনিধিরা কী বলছি, কী কী শব্দ ব্যবহার করছি তার উপর অনেক কিছু নির্ভর করে। মানুষের সামনে যখন আমরা যাচ্ছি তখন কেমন ব্যবহার করছি তা খুবই লক্ষ্যণীয়। আমি সব দলের প্রার্থীদের বলব, এমন কিছু বলবেন না যাতে কর্মীদের মধ্যে উত্তেজনা তৈরি করবে বা মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করবে। আসলে মানুষকে ভাল রাখাই তো আমাদের একমাত্র কাজ।"
প্রচারে এসে কেন রাজনীতি ছেড়ে রুপোলি পর্দায় ফিরে যেতে চেয়েছিলেন, তাও খোলসা করলেন অভিনেতা দেব। বললেন, "ঘাটাল মাস্টার প্ল্যান আমার দীর্ঘদিনের ভাবনায় ছিল। আমি বলেছিলাম করে দেব। কিন্তু করে দিতে পারিনি। তাই রাজনীতির জগত ছেড়ে দিয়ে অভিনয় জগতে ফিরে যেতে চেয়েছিলাম। কিন্তু দিদি আমাকে বলেছিলেন, রাজনীতিতে তোমার মতো ছেলের প্রয়োজন। আমি দিদিকে বলেছিলাম যদি ঘাটাল মাস্টার প্ল্যান রাজ্য সরকার বাস্তবায়িত করে, তবেই আমি রাজনীতিতে ফিরব। দিদি কথা রেখেছেন। আরামবাগের সভার থেকে ঘোষণা করেছেন। ইতিমধ্যে নির্বাচন কমিশনের কাছে ঘাটাল মাস্টার প্ল্যানের কাগজ জমা পড়েছে।"
পাঁশকুড়া বিধানসভার একটা অংশ ঘাটাল লোকসভার মধ্যে পড়ে। রবিবার এই এলাকাতেই প্রচার সারলেন দেব। স্থানীয় মন্দিরে পুজো দেওয়ার পর এলাকাতে রোড-শোও করেন তিনি।