শেষ আপডেট: 5th October 2023 20:29
দ্য ওয়াল ব্যুরো: বাংলার বকেয়া পাওনার দাবিতে ২১ জুলাই দিল্লি চলোর ডাক দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ হাতে আড়াই মাস সময় নিয়ে কর্মসূচি ঘোষণা করা হয়েছিল। কিন্তু নয়াদিল্লির রাজঘাট, যন্তর মন্তর কিংবা কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রীর দফতরে তৃণমূলের আন্দোলনে দেখা যায়নি কেবল তিন জন সাংসদকে। তাঁদের মধ্যে দু’জন লোকসভার সাংসদ, অন্যজন রাজ্যসভার।
রাজ্যসভায় তৃণমূলের ডেপুটি লিডার সুখেন্দু শেখর রায় খুবই অসুস্থ। কিছুদিন আগে তাঁর স্ত্রীর মৃত্যু হয়েছে। এখন সুখেন্দুবাবুর শরীর ভাল যাচ্ছে না। তাই তাঁর দিল্লির আন্দোলনে সামিল হওয়া সম্ভবই ছিল না। কিন্তু উল্লেখযোগ্য ভাবেই অনুপস্থিত থাকলেন ঘাটালের সাংসদ দীপক অধিকারী তথা দেব এবং যাদবপুরের সাংসদ মিমি চক্রবর্তী।
শুধু অনুপস্থিত থাকা নয়, এই দুই সেলিব্রিটি সাংসদ তাঁদের সোশাল মিডিয়া হ্যান্ডেল থেকে বকেয়া-আন্দোলন নিয়ে কোনও টুইটও করেননি। তাঁরা যে দলের সাংসদ সেই তৃণমূল যখন বাংলার প্রতি কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে সরব, তখন সে ব্যাপারে টলিউডের দুই সুপারস্টারের বাঙ্ময় নীরবতা অনেককেই বিষ্মিত করেছে।
বাংলায় একশ দিনের কাজে বকেয়া পাওনার জন্যই শাসক দলের এই আন্দোলন। ঘাটাল ও যাদবপুর লোকসভার অধীনে বিপুল সংখ্যক শ্রমিকের মজুরি বকেয়া রয়েছে। কেন্দ্র বরাদ্দ বন্ধ রাখায় তাঁরা নতুন কাজও পাচ্ছেন না। অথচ এই দুই লোকসভা এলাকার সাংসদ তা নিয়ে সাম্প্রতিক কালে কোনও শব্দও খরচ করেননি। বাংলার রাজনীতিতে এও এক বিরল ঘটনা বলেই অনেকের মত।
তৃণমূলের মধ্যে ইতিমধ্যে গুঞ্জন রয়েছে যে আগামী লোকসভা ভোটে হয়তো দেব নিজেই প্রার্থী হতে চাইবেন না। সম্প্রতি দেবের একটি মন্তব্যে তেমনই ইঙ্গিত পাওয়া গিয়েছে বলে কেউ কেউ মনে করছেন। আবার দলের মধ্যে এও জল্পনা যে মিমি চক্রবর্তীর এবার যাদবপুর থেকে ফের টিকিট পাওয়ার সম্ভাবনা নেই। সূত্রের দাবি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ও এঁদের ফের প্রার্থী করার ব্যাপারে একেবারে আগ্রহী নন। সেই কারণেই কি তাঁরা অভিষেকের আন্দোলন নিয়ে এতটা উদাসীন সে প্রশ্নও এখন উঠছে।
দেবের নতুন ছবি বাঘাযতীন মুক্তি পাবে ১৯ অক্টোবর। অভিনেতা তার প্রোমো নিয়ে এখন ব্যস্ত। ওই একই দিনে মুক্তি পাবে মিমি চক্রবর্তী অভিনীত রক্তবীজ। বলতে গেলে, এই পুজোয় বক্স অফিসে ফ্রেন্ডলি ফাইট হবে বাঘাযতীন আর রক্তবীজের মধ্যে।
দেব, মিমি অনুপস্থিত থাকলেও দিল্লিতে তৃণমূলের কর্মসূচিতে উপস্থিত ছিলেন অপর এক অভিনেত্রী তথা বসিরহাটের সাংসদ নুসরত জাহান। রাজঘাটে তৃণমূলের ধর্নায় তাঁকে দেখা যায়। সেই ছবি টুইটও করেছিলেন নুসরত। অবশ্য তিনিও এবার বসিরহাট থেকে ফের টিকিট পাবেন কিনা সেই সংশয়ও পুরোদস্তুর রয়েছে।