শেষ আপডেট: 10th January 2025 12:59
দ্য ওয়াল ব্যুরো: সর্ষের মধ্যেই ভূত! পাসপোর্ট ভেরিফিকেশনের দায়িত্ব যাদের, সেই পুলিশের একাংশ কর্মীর বিরুদ্ধেই জাল পাসপোর্ট চক্রের সঙ্গে যুক্ত থাকার বড় অভিযোগ!
বাংলাদেশে ঘটে চলা ধারাবাহিক অশান্তির পরিবেশের মধ্যে সামনে এসেছে এরাজ্যের পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে। তদন্তে নেমে পুলিশের জালে উঠে এসেছে কলকাতা পুলিশের প্রাক্তন এসআই আব্দুল হাই থেকে রাজ্যে পুলিশের হোমগার্ড মহম্মদ ইমরান।
সূত্রের খবর, ধৃতদের জেরা করে গোয়েন্দাদের জানতে পেরেছেন, জাল পাসপোর্ট কাণ্ডে আব্দুল, ইমরানের মতো পুলিশের আরও অনেকে জড়িত রয়েছে। এ ব্যাপারে সন্দেহভাজন একাধিক পুলিশ কর্তা ও কর্মীদের নামও জানতে পেরেছেন গোয়েন্দারা।
গোয়েন্দা সূত্রের খবর, কলকাতা পুলিশের অধীনে শতাধিক পাসপোর্ট ভেরিফিকেশনে জালিয়াতি হয়েছে। এর মধ্যে প্রায় ৫০টিতে জড়িত থাকার অভিযোগ উঠেছে কলকাতা পুলিশের প্রাক্তন এসআই আব্দুলের বিরুদ্ধে। বাকিগুলির ভেরিফিকেশন যারা করেছিল, সেই সব পুলিশ কর্মীরাই গোয়েন্দাদের নজরে।
সূত্রের খবর, একই আধার নম্বর দিয়ে একাধিক পাসপোর্ট তৈরি করা হত। এজন্য ভুয়ো নথিও তৈরি করা হত। এক্ষেত্রে অভিযুক্ত পুলিশ কর্মীদের সঙ্গে জড়িত একাধিক মিডলম্যানের খোঁজও পেয়েছেন গোয়েন্দারা। ইতিমধ্যে মোহন সাউ এবং বিশ্বজিৎ ঘোষ নামে দুই মিডলম্যানকে গ্রেফতারও করেছে গোয়েন্দারা। গোয়েন্দাদের নজরে উঠে এসেছে একাধিক সাইবার ক্যাফের নামও।
এক গোয়েন্দা কর্তার কথায় " এই পুরো কর্মকাণ্ডের সঙ্গে একটি বিরাট চক্র জড়িত। সকলকেই গ্রেফতারের চেষ্টা করা হচ্ছে"।