শেষ আপডেট: 15th June 2023 17:00
দ্য ওয়াল ব্যুরো: কোউইন অ্যাপে দেওয়া তথ্য নাকি ফাঁস হয়ে যাচ্ছে, এমন অভিযোগে বেশ কয়েকদিন ধরে সরগরম জাতীয় রাজনীতি। বিরোধীরা এই বিষয়ে সরব হয়েছে। এবার সেই একই অভিযোগে লালবাজারের সাইবার সেলে এফআইআর দায়ের করলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও'ব্রায়েন।
বুধবার ডেরেক লালবাজারে চিঠি লিখে নিজের অভিযোগ দায়ের করেন। তৃণমূল সাংসদের অভিযোগ, কোউইন অ্যাপে কোভিডের টিকাকরণের জন্য নাম নথিভুক্তকরণের সময় যে মোবাইল নম্বর, জন্মের তারিখ, পাসপোর্ট সংক্রান্ত নানা তথ্য দেওয়া হয়েছিল সেটাই সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হয়েছে।
কোউইন নিয়ে এই অভিযোগ নতুন নয়। দিন কয়েক ধরেই অনেকে অভিযোগ করছেন, তাঁদের ব্যক্তিগত তথ্য 'টেলিগ্রাম' নামে এক সোশ্যাল মিডিয়ায় প্রকাশ পাচ্ছে। সেই তালিকায় যোগ হলেন ডেরেক।
'সাউথ এশিয়া ইনডেক্স' নামে এক সংস্থা গত সপ্তাহে দাবি করেছিল, কোভিডের টিকাকরণের সময় কোউইন অ্যাপে দেওয়া সাধারণ মানুষের তথ্য ফাঁস হয়ে গিয়েছে। সেই খবর সামনে আসতেই শোরগোল পড়ে যায়। দিন দু'য়েক আগেই তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় অন্যতম মুখপাত্র সাকেত গোখলেও টুইট করে একই অভিযোগ করেছিলেন।
২০২১ সালে দেশবাসীর কোভিড টিকাকরণ সংক্রান্ত একাধিক তথ্যের জন্য ব্যবহার শুরু হয় কোউইন পোর্টাল। সেখানে ব্যক্তিগত তথ্য যেমন ফোন নম্বর, জন্ম তারিখ, আধার নম্বর, প্যান নম্বর দিতে হত। সেই তথ্যই টেলিগ্রাম অ্যাপে পাওয়া যাচ্ছে বলে দাবি করা হয়েছে।
যদিও সেই দাবি নস্যাৎ করে দিয়েছে কেন্দ্র সরকার। মোদী সরকারের তরফে বলা হয়, টেলিগ্রামে যে তথ্যের কথা বলা হচ্ছে তা পুরনো। গ্রাহকদের তথ্য সম্পূর্ণ নিরাপদ। কারওর ব্যক্তিগত তথ্য বাইরে আসছে না। কোউইন অ্যাপের থেকে তথ্য বাইরে আসছে বলে যে খবর রটেছে তা ভুয়ো। দেশবাসীকে নিশ্চিন্ত হতেও বলে সরকার। তারা আরও জানিয়েছিল, এই নিয়ে তদন্ত চলছে।
শুভেন্দু-নওসাদের অসন্তোষ, রাজ্যপাল বললেন আর কথা নয় এবার ‘অ্যাকশন’ হবে