শেষ আপডেট: 27th July 2024 17:29
দ্য ওয়াল ব্যুরো, নদিয়া: চিকিৎসাধীন ভাইকে দেখতে গিয়ে আক্রান্ত হলেন ডেপুটি ম্যাজিস্ট্রেট। এই ঘটনায় তুমুল উত্তেজনা ছড়াল কল্যাণীর গান্ধী মেমোরিয়াল হাসপাতালে। নিরাপত্তা রক্ষীরা মেরে তাঁর মুখ ফাটিয়ে দেয় বলে অভিযোগ।
আক্রান্ত সুশান্তকুমার বালা ডেপুটি ম্যাজিস্ট্রেট হিসেবে বিধাননগরে কর্মরত। অভিযোগ, শুক্রবার রাতে নদিয়ার বেতাই থেকে উকিল বালা নামে এক যুবককে চিকিৎসার জন্য গান্ধী মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার সকালে পরিবারের সদস্যরা তাঁকে দেখতে হাসপাতালে আসেন। ওই যুবক ডেপুটি ম্যাজিস্ট্রেট সুশান্তকুমার বালার ভাই।
সুশান্তবাবুর আরেক ভাই প্রশান্তকুমার বালা জানান, হাসপাতালে ভর্তি ভাইয়ের জন্য খাবার নিয়ে যাচ্ছিলেন তিনি। তখনই নিরাপত্তারক্ষীরা তাঁকে বাধা দেয়। গালিগালাজ করে। তিনি প্রতিবাদ করায় মারধর করে। ঘটনা জানতে পেরে বাইরে অপেক্ষারত তাঁর দাদা ডেপুটি ম্যাজিস্ট্রেট সুশান্ত বালা তাঁকে বাঁচাতে এলে নিরাপত্তা রক্ষীরা তাঁর উপরেও চড়াও হয়। মেরে তাঁর মুখ ফাটিয়ে দেওয়া হয়। সেখানে উপস্থিত হাসপাতালের অন্য কর্মীরা এগিয়ে এসে তাঁদের ছাড়িয়ে নেন।
সুশান্তবাবু এ ব্যাপারে প্রথমে কোনও মন্তব্য করতে চাননি। পরে তিনি বলেন, "ভাইকে খাবার পৌঁছনো নিয়েই গন্ডগোলের সূত্রপাত। তবে ঘটনা যে এতদূর গড়াবে ভাবতে পারিনি।"
গান্ধী মেমোরিয়াল হাসপাতালের মেডিক্যাল সুপার আশিস মৈত্র বলেন, "নিরাপত্তা কর্মীরা কেউ হাসপাতালের কর্মী নন। সবাই এক্স সার্ভিস ম্যান। ওদের বলাই আছে ভিজিটিং আওয়ার্সের বাইরে কাউকে ভিতরে ঢুকতে না দিতে। সেই নির্দেশই পালন করছিল ওরা। তবে যা ঘটেছে তা একেবারেই অনভিপ্রেত এবং খুবই দুর্ভাগ্যজনক।"