শেষ আপডেট: 19th July 2024 17:52
দ্য ওয়াল ব্যুরো: বঙ্গোপসাগরে নিম্নচাপ আরও শক্তিশালী হয়েছে, তবে তা পুরীর স্থলভাগে ঢুকে, চলে যাবে ছত্তীসগড়ের দিকে। ফলে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বঙ্গে। আবহাওয়া দফতরের পূর্বাভাসে সামান্য স্বস্তি মিলেছে, একুশে জুলাইয়ের কথা ভেবে। এই সমাবেশের দিনে দক্ষিণবঙ্গে বৃষ্টি হলেও, ভারী বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই।
আলিপুর হাওয়া অফিসের অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস শুক্রবার বিকেলে জানান, বঙ্গোপসাগরে নিম্নচাপ আরও শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়ে ক্রমশ ওড়িশার দিকে এগিয়ে আসছে। বঙ্গোপসাগরের এই নিম্নচাপ উত্তর-পশ্চিম ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। এটি মূলত উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশা সংলগ্ন উপকূলে অবস্থান করবে, ক্রমশ উত্তর-পশ্চিম দিকে এগোবে। শনিবার সকালে এটি পুরীর কাছাকাছি ওড়িশা উপকূলে স্থলভাগে প্রবেশ করবে। পরবর্তী ২৪ ঘন্টায় এটি শক্তি ক্ষয় করে পশ্চিমবঙ্গ উত্তর-পশ্চিম দিকে এগিয়ে ছত্রিশগড়ের দিকে অবস্থান করবে। এখন নিম্নচাপটির অবস্থান পুরী থেকে ৭০ কিলোমিটার দক্ষিণ-পূর্ব দিকে ও গোপালপুর থেকে পূর্ব দিকে ১৩০ কিলোমিটার দূরে।
এই নিম্নচাপের প্রভাবে সমুদ্র উত্তাল থাকবে। সমুদ্রে ৪৫ থেকে ৫৫ এমনকি সর্বোচ্চ ৬৫ কিলোমিটার পর্যন্ত গতিবেগে দমকা ঝড়ো হাওয়া বইছে। পশ্চিমবঙ্গ উপকূল-সহ উত্তর-পশ্চিম ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে আগামী রবিবার পর্যন্ত মৎস্যজীবীদের যেতে নিষেধ করেছে আবহাওয়া দফতর।
আজ শুক্রবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই পাসিং শাওয়ার বৃষ্টি পড়েছে। উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, হাওড়া, হুগলি-সহ কলকাতাতেও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা। বাকি জেলাতে ফেয়ারলি ওয়াইড স্প্রেইড রেইন।
আগামীকাল, শনিবার সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে ভারী বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে দক্ষিণ ২৪ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমান জেলাতে।
একুশে জুলাই রবিবার ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গের সব জেলাতেই হাল্কা বৃষ্টির সম্ভাবনা। মূলত মেঘলা আকাশ এবং কয়েক পশলা বৃষ্টি হতে পারে বজ্রবিদ্যুৎ-সহ। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই ফেয়ারলি ওয়াইড স্প্রেইড রেইনের পূর্বাভাস। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমানে।
আজ, শুক্রবার থেকে বৃষ্টির সম্ভাবনা কম উত্তরবঙ্গেও। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এবং উত্তর দিনাজপুরে। শনিবার ভারী বৃষ্টি হবে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলাতে। বাকি জেলাতেও বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা। রবিবার উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে। বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ার জেলায়।