শেষ আপডেট: 20th October 2023 08:52
দ্য ওয়াল ব্যুরো: গত কয়েক বছর ধরেই পুজোর বৃষ্টি হওয়ার নজির রয়েছে। যদিও এই বছর খাতায়-কলমে বাংলা থেকে বিদায় নিয়েছে বর্ষা। গত বেশ কয়েকদিন বৃষ্টিবিহীন দিন কাটছে বাঙালির। আর তা দেখেই আশায় বুক বেঁধেছিল মানুষজন। পুজোটা হয়তো এবার ভালয় ভালয় কেটে যাবে। হাওয়া অফিসও শুরুর দিকে তেমনটাই জানিয়েছিল। যদিও শেষ মুহূর্তে ছন্দপতন ঘটেছে। আলিপুর জানিয়েছে, বঙ্গোপসাগরে নতুন করে সৃষ্ট নিম্নচাপের কারণে পুজোর শেষ দুদিন বৃষ্টির আশঙ্কা রয়েছে।
বৃহস্পতিবার থেকেই হাওয়া বদলের পূর্বাভাস দিয়েছিল মৌসম ভবন। জানিয়েছিল, উত্তুরে হাওয়ার কারণে শিরশিরানি অনুভূত হবে। তাছাড়া পারদ পতনও হবে সামান্য। বাতাসে জলীয় বাষ্প কমে যাওয়ার ফলে পুজোটা বেশ মনোরম আবহাওয়াতেই কাটবে। সেসব পূর্বাভাস সত্যি হচ্ছে। গ্রাম-মফস্বল এবং বাংলার পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে ইতিমধ্যেই হিমেল, শুকনো বাতাসের উপস্থিতি দিব্যি টের পাওয়া যাচ্ছে।
তবে এর মধ্যেই বৃষ্টির পূর্বাভাসও দিয়েছে আলিপুর। আবহাওয়া বিভাগের অধিকর্তারা জানিয়েছেন, বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে। তার কারণে ষষ্ঠী থেকে অষ্টমী পর্যন্ত শুকনো আবহাওয়া থাকলেও নবমী ও দশমীর দিন সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায়। অষ্টমী পর্যন্ত আকাশ মেঘলা থাকতে পারে, তবে বৃষ্টি হবে না। কিন্তু পুজোর শেষ দু'দিন দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি এবং কলকাতায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। পুজো মিটলেই পারদ নামবে দ্রুত। ফলে শীত পড়তেও বেশি দেরি নেই।
উত্তরবঙ্গেও হাওয়া বদল হবে দ্রুত। তবে পুজোর এই পাঁচটা দিন সেখানকার জেলাগুলিতেও ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। ফলে উত্তর থেকে দক্ষিণ, রাজ্যজুড়েই মোটের উপর স্বস্তির মধ্যেই কাটতে চলেছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব।