শেষ আপডেট: 29th January 2025 15:17
দ্য ওয়াল ব্যুরো: শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগে মামলা গড়িয়েছে শীর্ষ আদালতে। তাতেই উঠে এসেছে ওএমআর শিট সংক্রান্ত একাধিক অভিযোগ। এ ব্যাপারে স্বচ্ছতা আনতে এবার বড় পদক্ষেপ করতে চলেছে রাজ্যের উচ্চ শিক্ষা দফতর।
শিক্ষা দফতর সূত্রের খবর, শিক্ষক নিয়োগের পরীক্ষায় এখন থেকে আর এক বছর নয় ওএমআর শিট ১০ বছর সংরক্ষণ করে রাখা হবে। এ বিষয়ে উচ্চ শিক্ষা দফতরের তরফে প্রক্রিয়াও শুরু হয়েছে।
বস্তুত, ২০১৬ সালের আগে এসএসসি চাকরিপ্রার্থীদের খাতায় লিখে পরীক্ষা দিতে হত। খাতা সংরক্ষণের সময়সীমা ছিল তিন বছর। ২০১৬ সালে এসএসসি-র শিক্ষক নিয়োগের পরীক্ষার নিয়মে বদল আনা হয়। তখন খেকেই ওএমআর শিট ব্যবহার শুরু হয়। যা এক বছর পর্যন্ত সংরক্ষণ করা হত।
নিয়োগ দুর্নীতি সংক্রান্ত বেনিয়মের জেরে এর সংরক্ষণের সময়সীমা বাড়িয়ে ২ বছর পর্যন্ত করতে চেয়েছিল এসএসসি। তাতে সায় দেয়নি রাজ্যের উচ্চ শিক্ষা দফতর। দফতরের তরফে এসএসসিকে জানানো হয়েছে, দু’বছরের পরিবর্তে সময়সীমা ১০ বছর করা হোক। তাতে বিতর্ক এড়ানো যাবে।
জানা যাচ্ছে, সামনেই প্রধান শিক্ষক নিয়োগের পরীক্ষা রয়েছে। ওই পরীক্ষা দিয়েই ওএমআর শিট ১০ বছর পর্যন্ত সংরক্ষণের প্রক্রিয়া শুরু করতে চায় রাজ্য।