দ্য ওয়াল ব্যুরো: নিকাব পরা বন্ধ করা হয়েছে দেশে। সদ্য পাশ হয়েছে আইন। তার পরেও নিকাবে মুখ ঢেকে প্রকাশ্যে বেরোনোর জন্য অভিযুক্ত তরুণী। শুক্রবার ডেনমার্কের এই ঘটনায় মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে মানুষের মধ্যে।
হিজাব পরলে মূলত মাথা ঢাকা থাকে, তাতে তেমন সমস্যা নেই। কিন্তু নিকাব ঢেকে রাখে গোটা মুখ। বোরখার সঙ্গে এই দু'রকমই পরে থাকেন মুসলিম ধর্মপালনকারী মহিলারা। কিন্তু যা-ই হোক না কেন, মুখ ঢাকা দেওয়া কোনও রকম পোশাক পরা যাবে না বলে ঘোষিত হয়েছে ডেনমার্কে।
পুলিশ জানিয়েছে, সিসিটিভির ফুটেজে ধরা পড়েছে, বছর আঠাশের এক মহিলা নিকাব পরে মুখ ঢেকে বেরিয়েছেন রাস্তায়। অন্য এক মহিলা এগিয়ে এসে খুলে ফেলার চেষ্টা করছেন সেই নিকাব। কিন্তু বাধা দিচ্ছেন প্রথম মহিলা। রীতিমতো ধস্তাধস্তি হচ্ছে তাঁদের মধ্যে। এই ফুটেজ দেখার পরে হিজাব পরা ওই তরুণীকে সতর্ক করেছে পুলিশ। জানিয়েছে, নিকাব খুলে, মুখ অনাবৃত না করলে অভিযোগ দায়ের হবে তাঁর বিরুদ্ধে।
তবে বুধবার পাশ হওয়া এই নিকাব-বিরোধী আইন নিয়ে ইতিমধ্যেই সরব হয়েছে মানবাধিকার সংগঠনগুলি। আইনে বলা হয়েছে, বোরখা বা নিকাব বলে নয়, কেউ মুখ ঢাকা পোশাক পরে জনসমক্ষে বেরোলেই তাঁর জরিমানা ও শাস্তি হবে। বুধবার রাতেই ডেনমার্কের বিভিন্ন জায়গায় প্রতিবাদ-বিক্ষোভ হয় এই আইনের বিরুদ্ধে।
শুক্রবার একটি শপিং মলে নিকাব পরা কেন্দ্র করে ধস্তাধস্তির ঘটনা ঘটলে সেখানে পুলিশ পৌঁছয়। অভিযুক্ত মহিলা মুখের ঢাকা খুলতে রাজি না হওয়ায় জরিমানা করা হয় তাঁর। অন্য মহিলার বিরুদ্ধেও অভিযোগ দায়ের হয়।