শেষ আপডেট: 25th September 2023 12:14
দ্য ওয়াল ব্যুরো: ডেঙ্গি (Dengue) মোকাবিলায় গত ২৯ জুলাইয়ের বৈঠক থেকে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছিলেন কলকাতা পুরসভা (Kolkata Municipal)। হাসপাতাল ক্যাম্পাসে জমা জল থাকার কারণে এসএসকেএম কর্তৃপক্ষকে নোটিসও ধরিয়েছিলেন ফিরহাদ হাকিম অতীন ঘোষেরা। এবার দক্ষিণ কলকাতার হাল হকিকৎ পরিদর্শনে গিয়ে ডেপুটি মেয়র দেখলেন, প্রশাসনিক মদতেই দক্ষিণ কলকাতায় দিব্যি লালন পালন চলছে ডেঙ্গি মশার!
শুধু বাঘাযতীন স্টেট জেনারেল হাসপাতাল নয়, এদিন যাদবপুর, বাঘাযতীন, বিজয়গড় এলাকা পরিদর্শন করে ডেঙ্গি নিয়ন্ত্রণে পদক্ষেপ করেন অতীন। যাদবপুরের কাছে একটি বন্ধ কারখানায় জমা জল দেখে রীতিমতো উদ্বেগ প্রকাশ করেন তিনি। ডেপুটি মেয়র অতীন ঘোষ (Atin Ghosh) বলেন, “সরকারি বা বেসরকারি যে প্রতিষ্ঠানই হোক, আমরা আপস করব না। নিয়ম যারাই ভাঙবেন, আমরা কেস করব। মানুষকে বাঁচাতে আমরা এই বিষয়ে কঠোর পদক্ষেপ নেবই।"
বর্ষার সঙ্গে পাল্লা দিয়ে রাজ্যজুড়ে বাড়ছে ডেঙ্গির প্রকোপ। ডেঙ্গি মোকাবিলায় পুরসভা এবং স্বাস্থ্য দফতরের তরফে আগেই সচেতনতামূলক প্রচার করা হয়েছে। বাড়ি কিংবা অফিস, আশেপাশে কোথাও যাতে জল জমা না থাকে সেই বিষয়ে সতর্ক করেছেন পুরকর্মীরা। তারপরেও বহু এলাকায় থেকে যাচ্ছে জমা জল। আর সেই জমা জলেই জন্ম নিচ্ছে ডেঙ্গির মশা। সেকারণে ডেঙ্গির বাড়বাড়ন্ত বলে মনে করছে পুরসভা।
বেসরকারি মতে, চলতি মরসুমে রাজ্যে ডেঙ্গিতে মৃতের সংখ্যা ৪০ ছাড়িয়েছে। জেলায় জেলায় বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা। পরিস্থিতির জন্য একাংশ প্রশাসনিক অফিসের পাশাপাশি মানুষের সচেতনতাকে দায়ী করে ডেপুটি মেয়র বলেন, আমরা সারাবছর মানুষকে সজাগ করার জন্য একাধিক কর্মসূচি নিই। তাও সচেতনতার অভাব রয়েছে। এই বিষয়ে মানুষকে আরও সজাগ হতে হবে।
বস্তুত, মুখ্যমন্ত্রীর নির্দেশেই এদিনই জেলার জেলাশাসক এবং স্বাস্থ কর্তাদের নিয়ে বৈঠকে বসেছিলেন নবান্নের শীর্ষ কর্তারা। সম্প্রতি রাজ্য জুড়ে উদ্বেগজনক পরিস্থিতির আকার নিয়েছে ডেঙ্গি। সেদিকে খেয়াল রেখে পুরসভা, পঞ্চায়েতে ডেঙ্গি মোকাবিলায় যুক্ত সমস্ত শ্রেণির সরকারি কর্মীর ছুটি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য। পরিস্থিতির কথা বিবেচনা করে কলকাতা পুরসভার সব স্বাস্থ্যকেন্দ্র রাত পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন অতীন।
আরও পড়ুন: হাসপাতালে দালালদের হাতে আক্রান্ত তৃণমূল কর্মী! কেষ্ট, বিষ্টুদের নিয়ে কী বললেন মদন মিত্র