শেষ আপডেট: 26th September 2023 12:02
দ্য ওয়াল ব্যুরো: ফের ডেঙ্গি (Dengue) আক্রান্ত এক রোগীর মৃত্যু হল কলকাতার (Kolkata)। দক্ষিণ কলকাতার বাঁশদ্রোণী এলাকার বাসিন্দা প্রিয়া রায় ডেঙ্গি উপসর্গ নিয়ে সোমবার রাতে এমআর বাঙুরে ভর্তি হয়েছিলেন। মঙ্গলবার সেখানেই মৃত্যু হয় তাঁর।
জানা গেছে, বাঁশদ্রোণীর খানপুরের বাসিন্দা প্রিয়া। দিন কয়েক আগেই প্রবল জ্বরে আক্রান্ত হন তিনি। তারপর পরীক্ষা করাতেই ডেঙ্গি ধরা পড়ে। বাড়িতেই চিকিৎসা চলছিল তাঁর। প্রথমে রক্তের প্লেটলেট ঠিকই ছিল। কিন্তু পরে শারীরিক অবস্থার অবনতি হতে থাকে।
হাসপাতাল সূত্রে খবর, গতকাল রাতে প্রিয়া নামে এক মহিলাকে ভর্তি করা হয়। সে সময় তাঁর শরীরে ডেঙ্গি সিনড্রোম ছিল। বেশ কয়েকটি অঙ্গ প্রত্যঙ্গ বিকল হয়ে গিয়েছিল। আইসিইউতে ভর্তি করে ট্রিটমেন্ট শুরু করা হয়।
মঙ্গলবার সকালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় প্রিয়ার। চিকিৎসকদের কথায়, বাড়িতে রোগীর পর্যবেক্ষণ ঠিক হয়নি। যখন হাসপাতালে আনা হয় ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। প্রায় কিছুই করার ছিল না। প্লেটলেট অনেকেই নেমে গিয়েছিল। কয়েক ইউনিট প্লেটলেট দেওয়া হলেও কাজের কাজ হয়নি।
রাজ্যে ডেঙ্গি পরিস্থিতি উদ্বেগজনক। উত্তর ২৪ পরগনা, হাওড়া, কলকাতার মতো জেলাগুলিতে আক্রান্তের সংখ্যা বেশি। এখনও পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৪০ হাজার ছুঁইছুঁই। ডেঙ্গি প্রতিরোধে একাধিক ব্যবস্থা নেওয়া হচ্ছে প্রশাসনের তরফে। কলকাতা পুরসভাও ডেঙ্গি প্রতিরোধে বিভিন্ন কাজ করছে। সেইসঙ্গে বারবার মানুষের মধ্যে ডেঙ্গি নিয়ে সচেতনও করছে।
এদিনই রাজ্যের ডেঙ্গি পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য ভবন অভিযান করেছিলেন বিরোধী দলনেতা। তাঁর সঙ্গে ছিলেন ২২ জন বিধায়ক। যদিও তাঁদের কাউকেই স্বাস্থ্য ভবনের ভেতরে ঢুকতে দেওয়া হয়নি। গেটের বাইরেই শুভেন্দুদের আটকে দেয় পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়।
আরও পড়ুন: ডেঙ্গি রোধে ক্লাবের কর্তব্য