শেষ আপডেট: 3rd October 2023 13:12
দ্য ওয়াল ব্যুরো: ডেঙ্গি সংক্রমণ উত্তরোত্তর বেড়েই চলেছে। দক্ষিণ দমদম যেন মৃত্যুপুরী হয়ে উঠেছে। একের পর এক মৃত্যুর খবর আসছে। এই নিয়ে পর পর বেশ কয়েকটি ডেঙ্গিতে মৃত্যুর খবর প্রকাশ্যে এল দক্ষিণ দমদম থেকে। শনিবার গভীর রাতে আরজি কর হাসপাতালে মৃত্যু হয়েছে ২০ বছরের তরুণীর। আজ আবারও দক্ষিণ দমদমেই ডেঙ্গিতে প্রাণ গেছে আরও একজনের। ডেঙ্গির বাড়বাড়ন্তে পুরসভা ভূমিকা নিয়ে নানা অভিযোগ উঠেছে ইতিমধ্যেই। সংক্রমণ ও মৃত্যু নিয়ে উদ্বেগ প্রকাশ করে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়েছে।
ডেঙ্গি নিয়ে হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছেন চিকিৎসক সঞ্জীব কুমার মুখোপাধ্যায়। মামলাকারীর আবেদন, ডেঙ্গি বিপজ্জনক হয়ে উঠছে। সংক্রমণ ও মৃত্যুর হার ক্রমশ বাড়ছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের অধীন ন্যাশনাল ভেক্টর বোর্ন ডিজিজ কন্ট্রোলের কাছে ডেঙ্গি মৃত্যু নিয়ে কী তথ্য পাঠানো হয়েছে তাও জানতে চাওয়া হয়েছে। ডেঙ্গি রুখতে কী উদ্যোগ নিচ্ছে পুরসভা তাও জানতে চাওয়া হয়েছে মামলার আবেদনে। শহরের যত্রতত্র জমাজল নিয়ে কঠোর পদক্ষেপ করা, র্যাপিড টেস্টের পরিকাঠামো উন্নয়ন ইত্যাদি চেয়ে হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে জনস্বার্থ মামলা দায়ের করেন চিকিৎসক সঞ্জীব কুমার মুখোপাধ্যায়।
যত দিন যাচ্ছে, ততই চিন্তার কারণ হয়ে উঠছে রাজ্যের ডেঙ্গি পরিস্থিতি। সরকার ডেঙ্গি নিয়ে কোনও পরিসংখ্যান প্রকাশ করেনি। বেসরকারি সূত্রে খবর, ডেঙ্গিতে এখনও পর্যন্ত রাজ্যে ৫০-এর বেশি মানুষ মারা গিয়েছেন। কলকাতার পাশাপাশি জেলাতেও ডেঙ্গিতে আক্রান্ত হচ্ছেন অনেকে। দিনে অন্তত ২৫০ থেকে ৩০০ জন করে এই রোগে আক্রান্ত হচ্ছেন। আজই কলকাতা শহরে ডেঙ্গিতে প্রাণ গেছে একজনের। পশ্চিম বড়িশার ঠাকুরপুকুর এলাকার বাসিন্দা এক বৃদ্ধের মৃত্যু হয়েছে ডেঙ্গিতে। জানা গেছে, গত ২৯ সেপ্টেম্বর, শুক্রবার রাতে বৃদ্ধকে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। সোমবার সন্ধেয় তাঁর মৃত্যু হয়। ডেথ সার্টিফিকেটে ডেঙ্গিতে মৃত্যু উল্লেখ ছিল।
গত কয়েক দিন ধরে নিম্নচাপের কারণে রাজ্য জুড়ে বৃষ্টির দাপট বেড়েছে। সেই সঙ্গে ডেঙ্গি বাড়ছে পাল্লা দিয়ে। কারণ, বর্ষায় রাস্তাঘাটের খানাখন্দে জল জমে থাকে। সেই জমা জলই ডেঙ্গিবাহী মশার আঁতুড়ঘর। বৃষ্টির কারণে ডেঙ্গি আরও বৃদ্ধি পাওয়ার আশঙ্কা করছে প্রশাসন।