শেষ আপডেট: 23rd September 2023 16:22
দ্য ওয়াল ব্যুরো: ফের কলকাতায় ডেঙ্গিতে (Dengue) মৃত্যু হল শহরে। এবার ডেঙ্গির বলি বিজয়গড়ের কিশোরী। কয়েক দিন ধরেই জ্বর নিয়ে বাঙ্গুর হাসপাতালে ভর্তি ছিল ১২ বছরের ওই কিশোরী। রবিবার মৃত্যু হয় তার। ভয়াবহতার সীমা ক্রমেই ছাড়াচ্ছে ডেঙ্গু।
জানা গেছে, মৃত কিশোরীর নাম ডোনা দাস। দক্ষিণ কলকাতার বিজয়গড় এলাকায় বাড়ি ডোনার। সূত্রের খবর, গত এক সপ্তাহ ধরেই জ্বরে ভুগছিল সে। জ্বরের সঙ্গে বমিও হচ্ছিল। ডেঙ্গি পরীক্ষা করলে রিপোর্ট পজিটিভ আসে। এরপরই হাসপাতালে ভর্তি করা হয় ওই কিশোরীকে। রোগীর বাড়ির লোকের অভিযোগ হাসপাতালের অপদার্থতার কারণেই প্রাণ গেল ওই ছাত্রীর। ডেঙ্গি ধরা পড়লেও জ্বর এবং বমির ওষুধই তাকে দেওয়া হচ্ছিল, বক্তব্য পরিজনের।
পুজোর মুখে ডেঙ্গি বাড়ছে ক্রমশ, এর ফলে, চিন্তার ভাঁজ চওড়া হচ্ছে স্বাস্থ্য আধিকারিকদের। বিশেষজ্ঞরা বলছেন, ডেঙ্গিতে (Dengue) নতুন নতুন উপসর্গ দেখা দিচ্ছে, ফলে রোগ ধরতে অনেক বেশি সময় লেগে যাচ্ছে। পরে পরীক্ষা করে ধরা পড়ছে ডেঙ্গি। আবার পেট ব্যথা, ডায়রিয়া, বমি, খাদ্যনালিতে সংক্রমণ নিয়েও অনেকে হাসপাতালে ভর্তি হচ্ছে। এমনকি কার্ডিয়াক কমপ্লিকেশনও দেখা যাচ্ছে । নিউরোলজিক্যাল সমস্যা হচ্ছে অনেকের। আবার ডেঙ্গিতে চোখ নষ্ট হতেও দেখা গেছে। খুব দ্রুত কমে যাচ্ছে প্লেটলেট। রক্তক্ষরণ বা ডেঙ্গি হেমারেজিক ফিভারে মৃত্যুর ঘটনাও ঘটেছে।
৭ দিনে ৭ হাজার ডেঙ্গি আক্রান্ত, দেবীপক্ষের আগে কি নিস্তার মিলবে? কী বললেন মেয়র