শেষ আপডেট: 20th December 2024 17:34
দ্য ওয়াল ব্যুরো: রাজ্যের প্রতিটি স্কুলে বাংলা ভাষাকে বাধ্যতামূলক করার দাবিতে রানি রাসমণি অ্যাভিনিউতে ধর্নায় বসতে চায় ওয়েস্ট বেঙ্গল ল্যাঙ্গুয়েজস্টিক মাইনরিটি অ্যাসোসিয়েশন।
পুলিশ অনুমতি না দেওয়ায় এই দাবিতে শুক্রবার আদালতের দ্বারস্থ হয়েছিল সংশ্লিষ্ট অ্যাসোসিয়েশন। এ ব্যাপারে পুলিশকেই ধর্নায় বসার অনুমতি দিতে বলে হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের নির্দেশ, ২২ ডিসেম্বর দুপুর ১টা থেকে ৬টা পর্যন্ত ধর্না করা যাবে। যান চলাচল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে। আইনশৃঙ্খলা বজায় রাখতে হবে।
প্রসঙ্গত, রাজ্যের সমস্ত স্কুলে বাংলা ভাষা বাধ্যতামূলক করা নিয়ে গতবছরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, রাজ্য সরকার স্কুলস্তরে থ্রি ল্যাঙ্গুয়েজ বা তিন ভাষা ফর্মুলা নিয়ে ভাবনাচিন্তা করছে।
অর্থাৎ প্রথম ভাষা হতে পারে মাতৃভাষা বা আঞ্চলিক ভাষা। বাকি দু’টোর ক্ষেত্রে পড়ুয়ারা নিজের ইচ্ছেমতো ভাষা বাছাই করে নিতে পারবে। কারও উপর কিছু চাপিয়ে দেওয়া হবে না।
সে সময় মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “বাংলায় বেশিরভাগ বাংলা মিডিয়াম স্কুল। বাকি দুটো নিজের ইচ্ছেমতো নিতে পারে। ধরুন কেউ বাংলা মিডিয়ামে পড়ে। তার তো প্রথম ভাষা হবে বাংলাই। বাকি দুটো ভাষা যা ইচ্ছে নিতে পারে। কোনও অসুবিধা নেই। এগুলো অপশনাল। যদি কেউ অলচিকি মিডিয়ামে পড়ে, তাহলে অলচিকি হবে তাদের প্রথম ভাষা। বাকি দুটো যা ইচ্ছে নিতে পারে। দার্জিলিংয়ে নেপালি ভাষায় প্রথম ভাষা। বাকি দুটো যা ইচ্ছে নিতে পারবে।”