শেষ আপডেট: 16th September 2021 17:01
দ্য ওয়াল ব্যুরো : চলতি সেপ্টেম্বর মাসে রাজধানী দিল্লিতে (Delhi) বৃষ্টি হয়েছে ৪০০ মিলিমিটারের বেশি। এবছর বর্ষার শুরু থেকে বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত শহরে মোট বৃষ্টিপাতের পরিমাণ ১১৬০.৮ মিলিমিটার। এর আগে ১৯৪৪ সালের ১৫ সেপ্টেম্বর অবধি শহরে বৃষ্টি হয়েছিল ৪১৭.৩ মিলিমিটার। '৬৪ সালের পরে দিল্লিতে এত বেশি বৃষ্টিপাত আর কখনও হয়নি। ভারতে আবহাওয়া অফিস তৈরি হওয়ার পরে দিল্লিতে এবছর বৃষ্টির পরিমাণ সর্বোচ্চ। আবহবিদরা বলেছেন, আগামী দিনে ফের ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে রাজধানীতে। সাধারণত প্রতি বছর বর্ষায় দিল্লিতে গড় বৃষ্টিপাত হয় ৬৫৩.৬ মিলিমিটার। গত বছর রাজধানীতে বৃষ্টি হয়েছিল ৬৪৮.৯ মিলিমিটার। আমাদের দেশে বর্ষা শুরু হয় ১ জুন। ১৫ সেপ্টেম্বরের মধ্যে শহরে বৃষ্টিপাত হয় ৬১৪.৩ মিলিমিটার। সাধারণত ২৫ সেপ্টেম্বর শহর থেকে বর্ষা বিদায় নেয়। আবহাওয়া অফিসের সফদরজং মানমন্দির থেকে বলা হয়েছে, ১৯৬৪ সালের ১৫ সেপ্টেম্বর পর্যন্ত রাজধানীতে বৃষ্টি হয়েছিল ১১৯০.৯ মিলিমিটার। ১৯৭৫ সালের ১৫ সেপ্টেম্বর পর্যন্ত বৃষ্টি হয়েছিল ১১৫৫.৬ মিলিমিটার। ১৯৩৩ সালে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত রাজধানীতে বৃষ্টি হয়েছিল ১৪০২.৩ মিলিমিটার। সেবছর রেকর্ড বৃষ্টি হয়েছিল। বৃহস্পতিবার সকালে আবহাওয়া অফিস থেকে অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়। পূর্বাভাস দেওয়া হয় যে, শহরে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। স্কাইমেট ওয়েদারের মহেশ পালাওয়াত বলেন, এবছর বর্ষা বিদায় নেবে দেরিতে। আগামী ২৩-২৪ সেপ্টেম্বর পর্যন্ত দিল্লিতে মাঝে মাঝে বৃষ্টিপাত চলতেই থাকবে। গত দুই দশকে এই নিয়ে তৃতীয়বার দিল্লিতে বর্ষার বৃষ্টিপাতের পরিমাণ ১০০০ মিলিলিটারের সীমানা অতিক্রম করল। ২০১০ সালের বর্ষায় শহরে বৃষ্টিপাত হয় ১০৩১.৫ মিলিলিটার। ২০০৩ সালে রাজধানীতে বৃষ্টি হয় ১০৫০ মিলিলিটার।