শেষ আপডেট: 12th September 2022 13:29
দ্য ওয়াল ব্যুরো: ফের বিপাকে অভিনেতা জ্যাকলিন ফার্নান্ডেজ (Jacqueline Fernandez)। আর্থিক তছরুপ মামলায় ফের নতুন করে সমন পাঠাল দিল্লি পুলিশ। উল্লেখ্য, এই মামলায় সোমবার হাজিরার নির্দেশ ছিল। কিন্তু অভিনেতা যাননি। ফলে ফের তাঁকে নতুন করে সমন পাঠাল দিল্লি পুলিশ (Delhi Police)।
প্রায় ২০০ কোটি টাকার আর্থিক তছরুপ (Money Laundering) মামলায় নাম জড়িয়েছে বলি তারকার। এই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য এর আগেও একাধিকবার জেরা করার জন্য জ্যাকলিনকে ডাকে দিল্লি পুলিশ। কিন্তু নানান কাজের কথা জানিয়ে হাজিরা এড়িয়ে যান তিনি। এবার আগামী ১৪ তারিখ হাজিরার জন্য সমন পাঠাল পুলিশ।
এর আগে, এই মামলাতেই ইডির জেরার মুখে পড়তে হয় তাঁকে। এমনকি ইডি এই মামলার চার্জশিটে জ্যাকলিনের নামও নথিভুক্ত করে। ইডি নিজেদের চার্জশিটে জানাল, ‘ঘনিষ্ঠ বন্ধু’ সুকেশ চন্দ্রশেখরের (Sukesh Chandrashekhar) অপরাধমূলক সমস্ত ঘটনা সম্পর্কেই অবগত ছিলেন জ্যাকলিন।
সুকেশ চন্দ্রশেখরের নামে ২০০ কোটি টাকার প্রতারণার অভিযোগ আনেন দিল্লির এক ব্যবসায়ী। সেই মামলায় সুকেশকে গ্রেফতার করা হয়। জ্যাকলিনের বিরুদ্ধে অভিযোগ ছিল প্রতারণার টাকাতেই সুকেশ তাঁকে দামী উপহার কিনে দিয়েছে। এ ব্যাপারে পুলিশের পাশাপাশি তদন্ত শুরু করে ইডি।
এখন এটাই দেখার ১৪ তারিখ বলি তারকা যান কিনা দিল্লি পুলিশের কাছে। গত ৩০ অগস্ট ইডির ম্যারাথন জেরার মুখোমুখি হতে হয় জ্যাকলিনকে। সেখানেই তাঁর বয়ান রেকর্ড করা হয়। ইডি জানিয়েছিল, জেরায় বহু তথ্য উঠে এসেছে। যা তদন্তের অগ্রগতিতে কাজে লাগবে।
বারাণসীর মন্দির-মসজিদ মামলার রায়: মোদী সরকার কি এরপর উপাসনাস্থল আইন বদলের পথে হাঁটবে