শেষ আপডেট: 26th September 2023 12:14
দ্য ওয়াল ব্যুরো: মেট্রোর সিটে আরাম করে বসে বিড়িতে টান, এমন দৃশ্য ভাবতে পারেন আপনি? কিন্তু এমন ঘটনাই ঘটল দিল্লি মেট্রোয় (Delhi Metro)। ভিড় মেট্রোয় উঠে এক ব্যক্তির মনে আনন্দে বিড়িতে সুখটান দিচ্ছেন। অন্যান্য যাত্রীদের আপত্তিও তাঁর কানে পৌঁছচ্ছে না। সম্প্রতি এমন ভিডিওই ভাইরাল (Viral Video) হয়েছে।
দিল্লি মেট্রো প্রায়ই সংবাদের শিরোনামে থাকে। কখনও মেট্রোয় অন্তর্বাস পরে উঠে পড়ছেন, কখনও কোনও যুগল আবার গভীর চুম্বনে মেতে উঠছেন, কেউ আবার কামরার মধ্যেই উদ্যম নাচানাচি করছেন। এমন নানা ধরনের কীর্তি প্রায়ই দিল্লি মেট্রোতে ঘটে থাকে।
দিল্লি মেট্রো কর্তৃপক্ষ বারবারই নানা পদক্ষেপ নিয়েছে। কিন্তু কোনওকিছুতেই যেন হুঁশ ফিরছে না যাত্রীদের। এবার দিল্লি মেট্রোতে প্রকাশ্যে বিড়ি খাওয়ার ভিডিও ভাইরাল হল। যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি দ্য ওয়াল।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, একটা লোক সিটে বসে পকেট থেকে বিড়ি বের করে আগুন ধরান। তারপর টান দিতে শুরু করেন। অন্যান্য যাত্রীদের আপত্তিতেও ভ্রূক্ষেপ করছেন না ওই ব্যক্তি।
ঘটনাটি প্রকাশ্যে আসতেই দিল্লি মেট্রো কর্তৃপক্ষ নড়েচড়ে বসে। তারা জানায়, এই ঘটনা কখনই কাম্য নয়। মেট্রোর কামরায় এই আচরণ রুখতে ফ্লাইং স্কোয়াড ব্যবহার করা হবে বলে জানায় মেট্রো কর্তৃপক্ষ।
ভিডিও ভাইরাল হতেই মেট্রো কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন নেটিজেনরা। মেট্রোর কামরার মধ্যে একজন ব্যক্তির এভাবে বিড়ি খাওয়া নিয়ে তীব্র নিন্দা করেছেন অনেকেই। অনেকে আবার মেট্রোর মধ্যে ভিডিও তোলা নিয়েও আপত্তি জানিয়েছেন। কেউ কেউ প্রশ্ন তুলেছেন, কেন দিল্লি মেট্রো কর্তৃপক্ষ চুপ করে আছেন, এইসব ব্যাপারে।
আরও পড়ুন: ড্রিম ইলেভেন, রামি সহ অনলাইন গেমিং সংস্থাকে ৫৫ হাজার কোটির করের নোটিস ডিজিজিআই-এর