শেষ আপডেট: 9th June 2023 05:25
ইচ্ছে করে মেট্রোর দরজার ফাঁকে পা গলিয়ে বন্ধ হতে দিচ্ছেন না! দিল্লিতে দুই যুবকের কীর্তি ভাইরাল
দ্য ওয়াল ব্যুরো: গত বেশ কয়েক মাস ধরেই খবরের শিরোনামে রয়েছে দিল্লি মেট্রো। কখনও স্বল্পবসনা যাত্রীর ভিডিও ভাইরাল হয়, তো কখনও চলন্ত মেট্রোর কামরাতেই হস্তমৈথুনে মগ্ন হয়ে যান যুবক। এমনকী, এই যুগলকে মেট্রোর কামরাতেই রীতিমতো যৌনক্রিয়ার লিপ্ত হতে দেখা গিয়েছিল। মেট্রোর কামরায় ভিডিও রেকর্ড করা, ছবি তোলা নিষিদ্ধ হলেও এই ধরনের ঘটনার ভিডিও বারবারই ভাইরাল হয়ে গেছে নেটমাধ্যমে। সম্প্রতি তেমনই আরও একটি ভিডিও ছড়িয়ে পড়েছে ইন্টারনেটে, যেখানে দেখা যাচ্ছে, দুই যুবক ইচ্ছাকৃতভাবে মেট্রোর দরজা বন্ধ হওয়ার সময় সেই ফাঁকে পা গলিয়ে দিচ্ছেন যাতে দরজাটি বন্ধ না হয় (Delhi metro: Men Stopping Door From Closing)।
আমন নামে এক টুইটার ব্যবহারকারী নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে পোস্ট করেছেন ভিডিওটি। সেখানেই দেখা যাচ্ছে মেট্রোর কামরার ভিতর দরজার সামনে দাঁড়িয়ে রয়েছেন দুই যুবক। ভিডিও শুরুর সময় মেট্রো দরজাটি খোলাই ছিল। তবে তা বন্ধ হয়ে যাওয়া শুরু করতেই ওই দুই যুবক ইচ্ছাকৃতভাবে জুতো গলিয়ে দেন দরজার ফাঁকে। ফলে বন্ধ হওয়ার বদলে ফের খুলে যায় দরজাটি। একবার নয়, একাধিকবার একই জিনিস করেন ওই দুই যুবক। কামরার ভিতর বেশ কয়েকজনকে এই ঘটনায় মজা পেয়ে হাসতে দেখা যায়।
https://twitter.com/imb0yaman/status/1666675920701370368?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1666675920701370368%7Ctwgr%5E10056c904412c1a64b7f931ef1385f1be218e819%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.ndtv.com%2Foffbeat%2Fvideo-shows-men-stopping-door-of-train-coach-from-closing-delhi-metro-reacts-4105816
স্পষ্টতই, সম্পূর্ণ ইচ্ছাকৃতভাবে এবং মজার ছলেই এই কাণ্ড ঘটিয়েছেন ওই দুজন। সোশ্যাল মিডিয়ায় অনেকেই দাবি করেছেন, দিল্লি মেট্রোর ব্লু লাইনে করোল বাগ স্টেশনে ঘটছে এই ঘটনা। যদিও ভিডিও চোখে পড়ার পরেই মেট্রো কর্তৃপক্ষ স্পষ্ট জানিয়ে দিয়েছে, মেট্রোর দরজা বন্ধ হওয়া থেকে আটকে দেওয়ার মতো ঘটনা শাস্তিযোগ্য অপরাধ। কেউ এরকম ঘটনা দেখতে পেলে অবশ্যই যেন দিল্লি মেট্রোর হেল্পলাইন নাম্বারে ফোন করে জানান।
ভিডিওটি ভাইরাল হওয়ার পর থেকেই সোশ্যাল মিডিয়া নানা ধরনের কমেন্টে ভেসে যাচ্ছে। যদিও আমন নামে ওই টুইটার ব্যবহারকারী স্পষ্ট করে দিয়েছেন, ভিডিওটি তিনি নিজে শ্যুট করেননি। তিনি সেটি ইনস্টাগ্রাম থেকে পেয়েছেন। জানা গেছে, গত ২৯ মার্চ অংশ নামে একটি ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে প্রথমবার ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছিল। তবে তা ভাইরাল হয়েছে সম্প্রতি।
এই ঘটনায় অনেকেই ওই দুই যুবকের দায়িত্বজ্ঞানহীন আচরণকে কাঠগড়ায় তুলেছেন। একজন লিখেছেন, 'হাজার হাজার যাত্রী যখন নিজেদের গন্তব্যে পৌঁছানোর জন্য দৌড়াদৌড়ি করছেন, তখন কেউ যে এরকম করতে পারে, সেটা ভাবলেই খারাপ লাগছে।'
'মেট্রো কর্তৃপক্ষ যদি সত্যিই পেশাদার হয় এবং কাজের প্রতি তাদের দায়বদ্ধতা থাকে, তাহলে এই দুজনের যত তাড়াতাড়ি সম্ভব গরাদের পিছনে থাকা উচিত। সেটা ভবিষ্যতের জন্য উদাহরণ হয়ে থাকবে,' লিখেছেন অন্য একজন।
তৃতীয় একজন মেট্রো কর্তৃপক্ষ এবং দিল্লি পুলিশকে ট্যাগ করে লিখেছেন, এরকম ঘটনা ঘটানোর পরেও যদি এই দুজনের শাস্তি না হয় তাহলে আরও অনেকে এমন অপরাধ করতে উৎসাহ পাবে।
বিমান দুর্ঘটনায় বেঁচেছিলেন ট্রেভিস, ওভালের নায়ক বিয়ে করেছিলেন বাচ্চা কোলে নিয়েই