শেষ আপডেট: 20th July 2023 10:35
দ্য ওয়াল ব্যুরো: প্রতিদিনই সকালে নিয়ম করে জিমে যেতেন বছর চব্বিশের সক্ষম পূর্থি। শরীরচর্চায় তাঁর খুব ঝোঁক। ফিটনেসও খুব। সকাল ৭টা বাজতে না বাজতেই জিমে পৌঁছে যেতেন। ট্রেডমিলে দৌড়তেন নিয়ম করে। কিন্তু তাঁর এই অভ্যাসই যে মৃত্যুর কারণ হয়ে উঠবে তা ঘুণাক্ষরেও টের পাননি যুবকের পরিবারের লোকজন। ট্রেডমিলে ছুটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট (Delhi man electrocuted) হয়ে মৃত্যু হয়েছে যুবকের।
ঘটনা মঙ্গলবারের। দিল্লির রোহিনী সেক্টরের একটি জিমে সকাল সাড়ে ৭টা নাগাদ গিয়েছিলেন বি.টেকের ছাত্র সক্ষম পূর্থি। ওই জিমেই তিনি রোজ যান। কিন্তু মঙ্গলবারই এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটে যায়। জিমের বাকি লোকজন বলছেন, ট্রেডমিলে ছুটছিলেন সক্ষম। তারপর ক্লান্ত হয়ে ট্রেড মিলের উপরেই বসেন। আর ঠিক তখনই ইলেকট্রিকের শক খান তিনি। ছটফট করতে করতে মৃত্যু হয় তাঁর।
সক্ষমকে ইলেকট্রিক শক (Delhi man electrocuted) খেতে দেখে সকলে আতঙ্কিত হয়ে পড়েন। ট্রেডমিলের সুইচ বন্ধ করে দেওয়া হয়। অচৈতন্য সক্ষমকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
শোকে পাথর সক্ষমের মা বলেছেন, “ভোরে একটা আপেল খেয়ে বেরিয়েছিল ছেলেটা। আর ফিরল না। জিম ইনস্ট্রাকটরের দোষেই এমনটা হল।”
অনুপ্ররণার আর এক নাম অরুণিমা, ভয়াবহ দুর্ঘটনা পার করে এক পায়েই পৌঁছেছিলেন এভারেস্ট শীর্ষে