শেষ আপডেট: 10th January 2025 12:35
দ্য ওয়াল ব্যুরো: দূষণের জেরে দিল্লিতে আগেই কমেছে দৃশ্যমানতা। এবার দোসর হয়ে হাজির ঘন কুয়াশা। যার জেরে শুক্রবার সকাল থেকে রাজধানীর ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর (IGIA) থেকে সব বিমানই দেরিতে চলেছে। সূত্রের খবর ১০০টিরও বেশি বিমান দেরিতে চলছে। যার জেরে চরম দুর্ভোগের মধ্যে পড়েছেন যাত্রীরা।
দিল্লির বিমান বন্দর থেকে প্রতিদিন গড়ে প্রায় ১৩০০ বিমান ওঠানামা করে। সকাল থেকে কুয়াশার কারণে দৃশ্যমানতা কমে যাওয়ায় এদিন সমগ্র বিমান পরিষেবার ওপরই প্রভাব পড়েছে। ঘটনার সত্যতা স্বীকার করে নিয়ে একাধিক বিমান সংস্থার তরফে যাত্রীদের বিমান সংক্রান্ত আপডেটেড তথ্যের দিকে নজর রাখতে বলা হয়েছে।
এদিন ভোরে একট টুই বার্তায় ইন্ডিগোর তরফে যাত্রীদের উদ্দেশে বলা হয়েছে, 'দিল্লিতে কুয়াশাচ্ছন্ন পরিস্থিতির জেরে দৃশ্যমানতা কমে যাওয়ায় প্রতিটি বিমান ওঠানামার ক্ষেত্রে বাড়তি সময় লাগছে'।
দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দর লিমিটেডের তরফেও কুয়াশার কারণে বিমান ওঠা-নামায় দেরি হওয়ার জন্য ক্ষমা প্রার্থান করে যাত্রীদের কাছে সহযোগিতার আর্জি জানানো হয়েছে।
যেভাবে সকাল থেকে সব বিমানই দেরিতে চলছে, তাতে দিনের শেষে একাধিক বিমান বাতিলের আশঙ্কাও করা হচ্ছে। বস্তুত, দূষণের কারণে সম্প্রতি দিল্লির দৃশ্যমানতা কমে গিয়েছিল। এবার দোসর হয়ে হাজির কুয়াশাও।