শেষ আপডেট: 1st May 2019 11:25
দ্য ওয়াল ব্যুরো: তরুণী এক চিকিৎসকের গলার নলিকাটা দেহ উদ্ধার হল দিল্লির রঞ্জিত নগরে। বুধবার সকালে বছর পঁচিশের গরিমা মিশ্রর এই অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় মনে করা হচ্ছে, খুন করা হয়েছে তাঁকে। এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। কে বা কারা এমন ঘটনা ঘটাল, এখনও কোনও সূত্র মেলেনি। তবে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ঘটনার সঙ্গে কোনও ভাবে যুক্ত রয়েছে ওই চিকিৎসকের দুই প্রতিবেশী। কারণ ঘটনার পর থেকে নিখোঁজ তাঁরা। পুলিশ জানিয়েছে, নিজের বাড়িতেই মৃতদেহ মেলে গরিমা নামের ওই চিকিৎসকের। তিনি সদ্য এমবিবিএসের পাঠ শেষ করেছিলেন বলে জানা গিয়েছে। হাসপাতালে প্র্যাকটিসের পাশাপাশি, তিনি এমডি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন বলে জানিয়েছে পুলিশ। স্থানীয় সূত্রের খবর, মেধাবী ছাত্রী হিসেবেই পরিচিতি ছিল গরিমার। কী কারণে তাঁর সঙ্গে এই ঘটনা ঘটল, তা খতিয়ে তদন্ত করছে পুলিশ। দিল্লির ডিসিপি সেন্ট্রাল মনদীপ সিং রান্ধোয়া জানান, গরিমা একাই থাকতেন বাড়িতে। বুধবার সকালে তাঁর সঙ্গে দেখা করতে গরিমার এক আত্মীয় এসেছিলেন। তিনিই ঘরে গরিমার মৃতদেহ দেখে পুলিশে খবর দেন। প্রাথমিক তদন্তে অনুমান, খুন করা হয়েছে এই তরুণী চিকিৎসককে। পুলিশ জানিয়েছে, তরুণীর দেহে বেশ কিছু আঘাতের দাগ রয়েছে, যেগুলি দেখে মনে করা হচ্ছে, ধারালো অস্ত্র দিয়ে তাঁকে কোপানো হয়েছে বারবার। পুলিশ এ-ও জানায়, ওই পলাতক যুবক গরিমার সঙ্গেই এমডি পরীক্ষার জন্য পড়াশোনা করছিলেন। তাঁদের মধ্যে প্রতিযোগিতামূলক কোনও শত্রুতা ছিল কি না, জানার চেষ্টা করছে পুলিশ।