শেষ আপডেট: 29th March 2023 07:22
দ্য ওয়াল ব্যুরো: ঋষভ পন্থের (Rishabh pant) বিকল্প সৌরভ গঙ্গোপাধ্যায় খুঁজে নিলেন বাংলা থেকে। দিল্লি ক্যাপিটালসের (Delhi capitals) আসল অধিনায়ক পথ দুর্ঘটনায় আইপিএল (ipl) থেকে ছিটকে গিয়েছেন। তাঁর বদলে দলের নেতা হয়েছেন ডেভিড ওয়ার্নার। কিন্তু দলের উইকেট কিপিং করবেন কে, এই নিয়ে শিবিরে চিন্তা ছিল। কোচ রিকি পন্টিং এই বিষয়ে দায়িত্ব দিয়েছিলেন দিল্লি দলের ডিরেক্টর সৌরভকে। বাংলার মহারাজ খুঁজে নিয়েছেন রঞ্জি দলের নিয়মিত উইকেট কিপার চন্দননগরের অভিষেককে। যিনি আবার বাংলার নামী পেসার ঈশান পোড়েলের খুড়তুতো ভাই।
বাংলা থেকে সৌরভ কোনও ক্রিকেটার তোলেন না, এই নিয়ে অপবাদ রয়েছে। অথচ তিনি জাতীয় দলের নেতা থাকার সময় রণদেব বসু ও শিবশঙ্কর পাল ভারতীয় দলে স্থান পেয়েছিলেন। দীপ দাশগুপ্তকে অস্ট্রেলিয়াগামী দলে জায়গা করে দেন নেতা সৌরভ।
গত কয়েকবছর ধরেই অভিষেক বাংলা দলের হয়ে ভাল ফর্ম দেখিয়ে চলেছেন। তিনি ব্যাট হাতেও সফল হয়েছেন।
যে কোনও দলের উইকেট কিপিং স্পেশালিস্ট কাজ। তাই ঋষভ পন্থ ছিটকে যেতেই বিকল্পের সন্ধানে ছিল দিল্লি।
এর আগে ইডেনে দিল্লি দলের নেটে অভিষেক হাজির ছিলেন। কিন্তু চোটে সাময়িক বিশ্রামে যান। ২৩ বছর বয়সি কিপারকেই ফের ডেকে নিল দিল্লি। নেপথ্যে রয়েছেন সৌরভই।