শেষ আপডেট: 7th December 2024 18:33
দ্য ওয়াল ব্যুরো: আরজি কর পরবর্তী সময়ে রাজ্যের ৬টি বিধানসভা কেন্দ্রে উপ নির্বাচন ছিল গত ১৩ নভেম্বর। বিরোধীদের অনেকেই আশা করেছিলেন, উপ নির্বাচনে আরজি করের প্রভাব পড়বে।
উপ নির্বাচনে সাধারণ নির্বাচনের তুলনায় কম ভোট পড়ে। কিন্তু ১৩ নভেম্বর সিতাই ও মাদারিহাট ছাড়া বাকি চারটি কেন্দ্রেই (মেদিনীপুর, নৈহাটি, হাড়োয়া, তালডাংরাঃ বিকেল ৫টা পর্যন্ত গড়ে প্রায় ৭০ শতাংশ ভোট পড়ে গিয়েছিল। পর্যবেক্ষকদের অনেকের মতে, সেই অর্থে বিরোধীদের মাঠে দেখা যায়নি।
ফলে মাদারিহাটের মতো জেতা আসনও হাতছা়ড়া হয়েছে পদ্ম শিবিরের। মাদারিহাটে এবারে তৃণমূল প্রার্থীর জয়ের ব্য়বধান ২৮ হাজার ১৬৮টি ভোট। যেখানে ২০২১ সালে এই কেন্দ্র থেকে বিজেপির মনোজ টিগ্গা প্রায় ৩০ হাজার ভোটে জিতেছিলেন। অর্থাৎ পাটি গণিতের হিসেবে বিজেপি প্রায় ৬০ হাজার ভোট খুইয়েছে।
বলে রাখা ভাল, কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপেই হয়েছে উপ নির্বাচন। ভোটের অনেক আগে থেকেই এলাকায় বাহিনীর রুটমার্চও শুরু হয়েছিল। তা সত্ত্বেও ভোটের বাজারে পদ্ম শিবিরের মুখ থুবড়ে পড়ার নেপথ্যে কি শুধুই শাসকের সন্ত্রাস নাকি পরাজয়ের নেপথ্যে সাংঠনিক দুর্বলতায় দায়ী?
বিজেপির অন্যতম রাজ্য সম্পাদিকা তথা বিধায়ক অগ্নিমিত্রা পলের অবশ্য ভিন্ন যুক্তি রয়েছে। অগ্নিমিত্রার কথায়, "তাহলে আমাদের পার্সেন্টেজ অফ ভোট বাড়ছে কীভাবে? আজকে বিজেপি আর তৃণমূলের মধ্যে মাত্র ৪ শতাংশ ভোটের ফারাক। অর্থাৎ ২ শতাংশ ভোট পেয়ে গেলেই তো বিজেপি-তৃণমূলের ভোট ব্যাঙ্ক সমান সমান হয়ে যাবে!"
এও বলেন, "সংগঠন না থাকলে কি এমনি এমনি ভোট বাড়ছে? এমনি এমনি বিজেপির যেকোনও কর্মসূচিতে এত মানুষ রাস্তায় নামছেন? দেখান তো বিজেপি ছাড়া আর কোন দল রাস্তায় আছে?"
বস্তুত, আরজি কর ইস্যুতেও বিজেপিকে সামনের সারিতে দেখা যায়নি বলে বিভিন্ন মহলের অভিযোগ। এ প্রসঙ্গে অগ্নিমিত্রা বলেন, "কে কি বলল, তাতে কী এসে যায়। নির্যাতিতার বাবা, মা পরে হলেও স্বীকার করেছেন, যে সেদিন সন্ধে থেকে আমরাই ওনাদের পাশে ছিলাম।"
এ প্রসঙ্গে নাম না করে ডিওয়াইএফআই নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়কেও কটাক্ষ করেছেন অগ্নিমিত্রা। তাঁর কথায়, "অন্য কোনও লাল ঝাণ্ডার নেত্রী সেদিন ওদের পাশে ছিল না। গাড়ি ঠেললেই নেতা হয়ে যায় না। পাশে দাঁড়ানোও হয় না।"
এও বলেন, "আমি কারও নাম বলিনি। প্রথম রাত থেকে আমরাই 'উই ওয়ান্ট জাস্টিসে'র দাবি জানিয়েছিলাম। আজও সেই দাবিতে অনড় রয়েছি। বিচার নিয়ে তবে থামব।"