শেষ আপডেট: 13th August 2020 06:28
দ্য ওয়াল ব্যুরো: বৃদ্ধার পচা-গলা দেহ উদ্ধার দক্ষিণ কলকাতার আবাসন থেকে! হরিদেবপুর থানা এলাকায় জোকার এই ঘটনায় মৃত্যুর কারণ এখনও অজানা পুলিশের। স্থানীয় সূত্রের খবর, আরতি মিশ্র নামের বৃদ্ধা জোকার ওই আবাসনে একাই থাকতেন। তাঁর স্বামী বাইরে থাকেন, ছেলে ও মেয়ে দু'জনেই কর্মসূত্রে মুম্বইয়ের বাসিন্দা। প্রথম থেকেই নিজের মতো একা একা থাকতে ভালবাসতেন আরতিদেবী। তাই প্রতিবেশীদেরও তেমন আগ্রহ বা যাওয়া আসা ছিল না আরতিদেবীর ফ্ল্যাটে। এখন কোভিড পরিস্থিতিতে আরওই চুপচাপ থাকতেন ষাটোর্ধ্ব বৃদ্ধা। প্রতিবেশীরা জানাচ্ছেন, একটানা তিন দিন বাড়ির বাইরে বেরোতে দেখা যায়নি আরতিদেবীকে। এর পরে বুধবার সকাল থেকেই পচা গন্ধ পেতে শুরু করেন প্রতিবেশীরা। তখনই সন্দেহ হয় তাঁদের। গন্ধের তীব্রতা ক্রমে বাড়তে লাগলে সন্ধের দিকে পুলিশে খবর দেন তাঁরা। খবর পেয়ে বুধবার রাতেই পৌঁছয় হরিদেবপুর থানার পুলিশ। দরজা ভেঙে উদ্ধার করা হয় বৃদ্ধার দেহ। পুলিশ জানিয়েছে, ফ্ল্যাটের দরজা ভেঙে দেখা যায়, ঘরের মধ্যে পড়ে রয়েছে বৃদ্ধার পচাগলা দেহ। পুলিশ জেনেছে, ফোনেই যোগাযোগ হত তাঁর স্বামী ও ছেলে-মেয়েদের সঙ্গে। কিন্তু গত কয়েকদিনে তাঁরা কেউ ফোন করেছিলেন কিনা, তা এখনও স্পষ্ট নয়। একা থাকতে থাকতে তিনি অবসাদে ভুগছিলেন কিনা, খতিয়ে দেখছে পুলিশ। ময়নাতদন্তে পাঠানো হয়েছে বৃদ্ধার দেহ, যোগাযোগ করা হয়েছে মহিলার স্বামী ও সন্তানদের সঙ্গে। ঠিক কবে মৃত্যু হয়েছে আরতিদেবীর, তা ময়নাতদন্তের রিপোর্ট এলে তবেই জানা যাবে বলে জানিয়েছেন তদন্তকারীরা।