শেষ আপডেট: 29th May 2024 16:12
দ্য ওয়াল ব্যুরো: সিবিআইয়ের তলবে সাড়া দিলেন না বিধাননগর পুরসভার তৃণমূল কাউন্সিলর দেবরাজ চক্রবর্তী। দেবরাজের আরও একটা পরিচয় রয়েছে। তিনি গায়িকা তথা তৃণমূলের বিধায়ক অদিতি মুন্সীর স্বামী।
নিয়োগ দুর্নীতি মামলায় এর আগে দু'বার সিবিআইয়ের তলবে হাজিরা দিয়েছিলেন দেবরাজ। এও জানিয়েছিলেন, "একবারের জায়গায় একশো বার ডাকলেও আসব।"
এদিন না যাওয়ার কারণ হিসেবে দেবরাজ জানান, ভোটের কাজে ব্যস্ত রয়েছেন। ৪ জুনের পর যেকোনও দিন তাঁকে ডাকা হলে তিনি যাবেন বলেও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে জানিয়ে দিয়েছেন।
১ জুন অর্থাৎ শনিবার শেষ দফায় রাজ্যের ৯টি আসনে ভোট রয়েছে। ভোটের মধ্যেই ফের বাংলায় কেন্দ্রীয় এজেন্সিকে সক্রিয় করবে বিজেপি, মঙ্গলবার ডায়মন্ড হারবারের রোড শো থেকে অভিযোগ করেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রের এক পদস্থ কর্তার মাধ্যমেই একথা তিনি জানতে পেরেছেন বলেও জানিয়েছিলেন অভিষেক।
অভিষেক বলেছিলেন, "ভোটের মধ্যে ফের বাংলায় কেন্দ্রীয় এজেন্সিকে দিয়ে অভিযান করাতে চাইছে বিজেপি।"
অভিষেকের ওই দাবির কিছু পরেই রাতেই সিবিআইয়ের নোটিস পৌঁছয় দেবরাজের কাছে। স্বভাবতই, বিষয়টি নিয়ে নতুন করে কৌতূহল তৈরি হয় রাজনৈতিক মহলে।
গত বছর নভেম্বর মাসে নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে দেবরাজের দুটি বাড়িতে তল্লাশি চালিয়েছিল সিবিআই। তারপর তাঁকে দু'বার তলব করা হয়েছিল। দু'বারই অবশ্য তিনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তলবে সাড়া দিয়েছিলেন। জানিয়েছিলেন, একবারের জায়গায় একশো বার ডাকলেও আসব। একজন নাগরিকের কাজ তদন্তে সহযোগিতা করা।
দেবরাজ সে সময় এটাও স্পষ্ট করেছিলেন, যে সময় নিয়োগ দুর্নীতির অভিযোগ করা হচ্ছে, ওই সময় দলে তাঁর চাকরি দেওয়ার ক্ষমতাই ছিল না।