দেবাংশু ভট্টাচার্য ও চিকিৎসক সুবর্ণ গোস্বামী।
শেষ আপডেট: 16th October 2024 13:37
দ্য ওয়াল ব্যুরো: আরজি করে ডাক্তারি ছাত্রী খুন-ধর্ষণের ঘটনায় দু'মাসের বেশি সময় ধরে চলছে আন্দোলন। শুরু থেকেই এ ঘটনায় যিনি সরব, সেই চিকিৎসক সুবর্ণ গোস্বামীর বিরুদ্ধে এবার ফেসবুকে বড় অভিযোগ আনলেন তৃণমূলের ছাত্র নেতা দেবাংশু ভট্টাচার্য।
আরজি করের আড়াই দশক আগের একটি ঘটনার প্রসঙ্গ টেনে চিকিৎসক গোস্বামীর বিরুদ্ধে বড় অভিযোগ এনেছেন দেবাংশু। পাল্টা জবাবে দেবাংশুর বিরুদ্ধে আদালতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন সুবর্ণ গোস্বামী।
এদিন সকালে ফেসবুকে একটি পোস্ট করেন দেবাংশু। সেখানে তৃণমূল ছাত্র নেতা লিখেছেন, '২০০১ সালের ২৫ শে অগষ্ট, আরজি কর কলেজের হস্টেল থেকে ঝুলন্ত অবস্থায় দেহ উদ্ধার হয় চতুর্থ বর্ষের ছাত্র সৌমিত্র বিশ্বাসের। অভিযোগ ওঠে হস্টেলের মধ্যে পর্ন চক্র চালাতো সিপিএমের ছাত্র সংগঠন এসএফআইয়ের নেতারা; তার জেরেই এই খুন। বিস্তর জলঘোলা হয়েছিল সেই বিষয়ে, কিন্তু বিচার পায়নি সৌমিত্রর মা। সেদিন কোনও We Want Justice বলে আন্দোলনও হয়নি। বরং সেদিন ঘটনা ধামাচাপা দিয়েছিলেন আরজি করের এসএফআই নেতা সুবর্ণ গোস্বামী। হ্যাঁ, সেই একই ব্যক্তি যিনি তিলোত্তমা কাণ্ডে গলার শিরা ফুলিয়ে ১৫০ গ্রামের থিওরি বলেছিলেন।সেদিনের ছাত্র খুন ও পর্ন চক্রের মূল পান্ডা আজকের আন্দোলনের প্রধান মুখ!'
দেবাংশুর এহেন পোস্ট ঘিরে সকাল থেকে শোরগোল তৈরি হয়েছে। যদিও পুরো বিষয়টিকে 'কুৎসা ও চক্রান্ত' বলে পাল্টা অভিযোগ এনেছেন চিকিৎসক সুবর্ণ গোস্বামী। তিনি বলেন, "আরজি করের ঘটনায় শাসকদল বিব্রত। এই অবস্থা থেকে মুক্তি পেতে ওরা যে এই ধরনের কুৎসা ওরা করব, সেটাই স্বাভাবিক। তবে যত কুৎসা করবে আন্দোলন তত তীব্রতর হবে।"
একই সঙ্গে তিনি জানান, এই ধরনের কুৎসা যারা করছেন তাদের বিরুদ্ধে তিনি ব্যক্তিগতভাবে এবং সাংগঠনিকভাবেও মানহানির মামলা করবেন।
ঠিক কী ঘটেছিল ২০০১ সালে আরজি কর ক্যাম্পাসে? সুবর্ণ গোস্বামীর দাবি, "তখন আমি আরজি কর ক্যাম্পাসে থাকতাম। বেলগাছিয়াতে আরজি করের একটি হস্টেল ছিল। সেখানে তৃতীয বর্ষের এক ছাত্র আত্মহত্যা করে। দরজা ভেতর থেকে বন্ধ ছিল। ওই ঘটনায় সিআইডি তদন্ত করে। বিচারবিভাগীয় তদন্তও হয়। ওই ঘটনায় কখনও এসএফআইয়ের নাম উঠে আসেনি। বরং ওই ছাত্রর ঘনিষ্ঠ চারজনকে পুলিশ জেরা করেছিল, ওরা সকলেই টিএমসিপির সদস্য। তাদের মধ্যে একজনের জেলও হয়েছিল।"
সুবর্ণ গোস্বামীর আরও দাবি, "ওই ঘটনায় নাম জড়িয়েছিল তৃণমূলের একদা জোটসঙ্গী এসইউসিআইয়ের ছাত্র সংগঠনেরও। আরজি করের বর্তমান অস্বস্তিকর পরিস্থিতি থেকে শাসকদলকে মুক্ত করতে এসইউসিআইও তাদের ছাত্র সংগঠনকে মাঠে নামিয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। এ ব্যাপারে এসইউসিআইয়ের অবশ্য কোনও প্রতিক্রিয়া জানা যায়নি।