শেষ আপডেট: 21st October 2024 13:32
দ্য ওয়াল ব্যুরো: রবিবারই বিজয়া সম্মিলনীর মঞ্চ থেকে জুনিয়র ডাক্তারদের একাংশের সঙ্গে মাওবাদীদের তুলনা করেছিলেন তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য। অভিযোগ জানিয়েছিলেন, চিকিৎসা বন্ধ রাখা মানে মানুষ মারা। জুনিয়র ডাক্তাররা নিজেদের দাবি আদায়ের জন্য মানুষ মারার হুমকি দিয়ে রেখেছেন! এরপরই তিনি বলেন জুনিয়র ডাক্তারদের সঙ্গে মাওবাদীদের কোনও তফাৎ দেখছি না।
এরপরই শুরু হয় জোর বিতর্ক। পাল্টা জুনিয়র ডাক্তাররা প্রশ্ন তোলেন, দেবাংশু কীভাবে এমন প্রশ্ন তুলছেন? তাহলে কি মাওবাদীদের সঙ্গে বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? সোমবার সেই প্রশ্নের জবাব দিলেন তৃণমূল নেতা।
জুনিয়র ডাক্তারদের নিশানা করে নিজের ফেসবুক পেজে দেবাংশু লেখেন, ‘এটার উত্তর ভীষণ সোজা। ইতিহাস সাক্ষী, শান্তির স্বার্থে, জনগণের নিরাপত্তার স্বার্থে এর আগে বিভিন্ন সময়ে বহু রাষ্ট্রপ্রধান এবং তাঁদের দুতকে উগ্রপন্থী সংগঠনের সঙ্গে আলোচনায় বসতে হয়েছে।’
এরপরই তিনি খোঁচা দিয়ে লিখেছেন, জনগণের স্বার্থে এটুকু নমনীয়তা অপরাধ নয়, প্রশংসনীয়। রবিবারই দেবাংশু অভিযোগ জানিয়েছিলেন, 'ডাক্তারি একটি মহান পেশা। জুনিয়র ডাক্তারদের বুঝতে হবে যে তাঁরা এমন হুমকি দিতে পারেন না।' তাঁর দাবি, জুনিয়র ডাক্তাররা অনশন তুলে পুরো দমে কাজে ফিরুন এবং পেছন থেকে তাঁদের যাঁরা কলকাঠি নাড়ছেন, তাঁদের চিনতে শিখুক।
আরজি কর কাণ্ডে সুবিচারের দাবিতে আমরণ অনশন চলছে জুনিয়র ডাক্তারদের। সোমবার বিকেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নবান্নে বৈঠক হবে। এদিন সদর্থক কিছু না হলে রাজ্যের হাসপাতালগুলিতে মঙ্গলবার থেকে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। এমন পরিস্থিতিতে আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের 'মাওবাদী' বলে আক্রমণ করেছিলেন দেবাংশু।