Date : 10th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
সদ্যোজাতকে মৃত ঘোষণা করেন চিকিৎসক, কবর দেওয়ার ঠিক আগেই কেঁদে উঠল শিশু, চাঞ্চল্য মহারাষ্ট্রেকেরলে কংগ্রেস জিতলে শশী তারুর ‘বেশি পছন্দের’ মুখ্যমন্ত্রী? বলছে সমীক্ষানবান্নে মমতা-ওমর বৈঠক, কাশ্মীরকে ঘিরে ‘ভালবাসা আর নিরাপত্তার’ বার্তা, দুর্গাপুজোয় আমন্ত্রণমতি নন্দীর ছোটগল্প আসলে মধ্যবিত্ত কেরানি চরিত্র ও তাদের বিবর্ণ জীবনের স্ফটিকস্বচ্ছ আয়নাসরকারি চাকরির নিয়োগে বড্ড দেরি, ৩০ দিনের মধ্যে পুলিশি যাচাই-সহ বাকি পরীক্ষার নির্দেশ নবান্নরবিজেপি নেত্রীর সঙ্গে রাতে গজলডোবায় হাওয়া খেতে গিয়েছিলেন তৃণমূল নেতা, ভাইরাল ভিডিওদিনের পর দিন ব্রেকফাস্টে ফাঁকি! এই ৫ অভ্যাস সময়ের আগেই ব্রেনের বয়স বাড়িয়ে দিচ্ছে, জানেন কি?'চিরসখা'য় একই বাড়িতে দুই সতীনের বাস, রান্না জমাতে প্রিয় ফোড়ন দিলেন লীনারুমকি-ঝুমকির জুটির আর নেই! প্রয়াত ঝুমকি রায়, শোকস্তব্ধ দেবশ্রীমেয়ের ইনসুলিনের টাকা ছিল না, ফেসবুক লাইভে কাঁদতে কাঁদতে নিজের মাথায় গুলি চালালেন হতভাগ্য বাবা
Debangshu Bhattachariya

বিজেপি প্রার্থী আমার সিঁড়িরতলায় বসে আছে: ছবি দেখিয়ে কটাক্ষ দেবাংশুর 

সাপ দেখে হুলুস্থুল পড়ে যাওয়াটাই স্বাভাবিক। কিন্ত নিজস্ব কৌশলে সেই সাপকেই এদিন ভোট প্রচারের অন্যতম অস্ত্র হিসেবে ব্যবহার করলেন তৃণমূল প্রার্থী।

বিজেপি প্রার্থী আমার সিঁড়িরতলায় বসে আছে: ছবি দেখিয়ে কটাক্ষ দেবাংশুর 

শেষ আপডেট: 22 March 2024 14:13

দ্য ওয়াল ব্যুরো: ভোট প্রচারের কেন্দ্রবিন্দুতে বিষাক্ত সাপের প্রসঙ্গ!

তমলুক লোকসভা কেন্দ্রে এবারে ছাত্র নেতা দেবাংশু ভট্টাচার্যকে প্রার্থী করেছে তৃণমূল। ইতিমধ্যে তমলুক শহরে বাড়ি ভাড়া নিয়ে জোরদার প্রচারে নেমে পড়েছে দেবাংশু। তৃণমূল প্রার্থী যে বাড়িটি ভাড়া নিয়েছেন সেই বাড়িতেই শুক্রবার দেখা মিলল একটি বিষধর সাপের!

সাপ দেখে হুলস্থুল পড়ে যাওয়াটাই স্বাভাবিক। কিন্ত নিজস্ব কৌশলে সেই সাপকেই এদিন ভোট প্রচারের অন্যতম অস্ত্র হিসেবে ব্যবহার করলেন তৃণমূল প্রার্থী।

দেবাংশুর দাবি, "বিজেপির প্রার্থী আমার সিঁড়িরতলায় বসে আছে!" প্রথমে কর্মীরাও বুঝতে পারেননি। পরে বিষয়টি বুঝতে পেরে তাঁদের মধ্যেও হাসির রোল ওঠে।

তমলুক আসনে বিজেপি এখনও আনুষ্ঠানিকভাবে প্রার্থীর নাম ঘোষণা করেনি। তবে লোকসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায় অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সমর্থনে দেওয়াল লিখন শুরু করেছে বিজেপি। সূত্রের দাবি, তমলুক থেকে বিজেপির প্রার্থী হচ্ছেন বিচারপতি অভিজিৎ। সম্প্রতি পূর্ব মেদিনীপুর সফরে গিয়ে তমলুকের বর্গভীমা মন্দিরে পুজোও দিয়েছিলেন অভিজিৎ।

বিচারপতি পদে থাকাকালীন তাঁকে নিয়ে তৃণমূলের করা নানা মন্তব্যের প্রেক্ষিতে সম্প্রতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলছিলেন, "হ্যাঁ আমি অত্যন্ত বিষাক্ত, যে কোনও মুহূর্তে চন্দ্রবোড়াও হয়ে যেতে পারি। আপনারা সাবধানে থাকুন।"

অবসরপ্রাপ্ত বিচারপতির ওই মন্তব্যকেই ভোট প্রচারে অস্ত্র হিসেবে ব্যবহার করছে দেবাংশু। তাঁর কথায়, "উনি নিজেকে বিষাক্ত সাপের সঙ্গে তুলনা করেছিলেন। তাই প্রচারে বেরিয়ে মানুষকে বলছি,  সাপ বাড়িতে তুলবেন কিনা তমলুকবাসী ভাবুন!"

তারপরই এদিন নিজের ভাড়াবাড়িতে সিঁড়ির নীচে সাপ দেখে দেবাংশুর কটাক্ষ, "বিজেপির প্রার্থী আমার সিঁড়িরতলায় বসে আছে!"

 এ ব্যাপারে জানতে চাওয়া হলে অবসরপ্রাপ্ত বিচারপতি বলেন, "তৃণমূল আমাকে কেউটের সঙ্গে তুলনা করেছিল, তখনই আমি নিজেকে চন্দ্রবোড়ার সঙ্গে তুলনা করেছিলাম।" তবে দেবাংশুর কটাক্ষর  জবাবে তিনি পাল্টা বলেন, "কে দেবাংশু!"


ভিডিও স্টোরি