শেষ আপডেট: 4th January 2025 13:03
দ্য ওয়াল ব্যুরো: বৃহস্পতিবার সকালে ইংরেজবাজারে পার্টি অফিস থেকে বেরিয়ে নিজের ফ্যাক্টরির দিকে যাওয়ার পথে দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু হয়েছে মালদহের তৃণমূল নেতা দুলাল সরকার ওরফে বাবলার। খুনের ঘটনায় সামনে এসেছে বিহার-যোগ। ধৃতদের জেরা করে পুলিশ জানতে পেরেছে, খুনের জন্য ১০ লক্ষ টাকার সুপারি দেওয়া হয়েছিল।
ওই ঘটনার অব্যহতি পরেই এবার মুর্শিদাবাদের এক তৃণমূল নেতাকে খুনের হুমকি দেওয়া হল। অভিযোগ, নওদার মধুপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্যর বাড়ির সামনে হুমকি পোস্টার, গুলি এবং অন্ত্যোষ্টি ক্রিয়ার জন্য ব্যবহৃত বিভিন্ন সামগ্রী এবং সাদা থানা রেখে এসেছে কে বা কারা।
বিষয়টিকে কেন্দ্র করে শাসকদলের সংশ্লিষ্ট নেতা তো বটেই আতঙ্কিত এলাকার সাধারণ মানুষও। শুক্রবার রাতে এ ব্যাপারে তৃণমূলের পঞ্চায়েত সদস্য মনিরুল শেখের অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
পুলিশকে জানানো লিখিত অভিযোগে তৃণমূল নেতা মনিরুল জানান, শুক্রবার দুপুরে তিনি কাজ সেরে বাড়ি ফেরার সময় দেখেন বাড়ির সামনে একটি সাদা থান কাপড়, হুমকি পোস্টার, বুলেট এবং অন্ত্যেষ্টির জন্য ব্যবহৃত একাধিক সামগ্রী রাখা রয়েছে। পোস্টারে মনিরুলের ছবি এবং লাল কালিতে করে সেই ছবি কেটে দেওয়া হয়েছে।
টানা ১০ বছর এলাকার পঞ্চায়েত সদস্য পদে রয়েছেন মনিরুল। তার বাবাও রাজনীতির সঙ্গে যুক্ত। মনিরুলের কথায়, "এই ধরনের বুলেট-সাদা কাপড়ের সন্ত্রাস আগে কখনও এলাকায় হয়নি।" ঘটনার নেপথ্যে বিরোধীদের চক্রান্ত দেখছেন তৃণমূলের পঞ্চায়েত সদস্যা।
অন্যদিকে অভিযোগ উড়িয়ে বিরোধীদের দাবি, এটা শাসকদলের গোষ্ঠী কোন্দলের ফল। নিশ্চয়ই সরকারি প্রকল্পের ভাগ বাটোয়ারাকে কেন্দ্র করেই এই হুমকি হবে। পুলিশ সঠিকভাবে তদন্ত করলে আসল সত্য সামনে আসবে বলেও দাবি বিরোধীদের। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে। অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করা হয়েছে।