শেষ আপডেট: 20th October 2024 10:23
দ্য ওয়াল ব্যুরো: চিকিৎসার গাফিলতিতে প্রসূতির মৃত্যুর অভিযোগে উত্তেজনা ছড়াল কোচবিহারের মেখলিগঞ্জ হাসপাতালে। ক্ষুব্ধ রোগীর পরিজনেরা ভাঙচুর চালালেন প্রসূতি বিভাগে। অভিযোগের ভিত্তিতে রোগীর বাড়ির ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
ঘটনার প্রতিবাদে পাল্টা বিক্ষোভে নেমেছেন রোগীর বাড়ির লোকজনেরা। গোটা ঘটনাকে কেন্দ্র করে শনিবার রাত থেকে শোরগোল তৈরি হয়েছে মেখলিগঞ্জ মহকুমা হাসপাতালে।
পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, শনিবার দুপুরে এক প্রসূতিকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। অভিযোগ, তাঁর প্রসব যন্ত্রণা উঠলেও সময়ে চিকিৎসা শুরু করেননি চিকিৎসক ও নার্সরা। রাতে ওই রোগিনীর মৃত্যুর পরই ক্ষোভে ফেটে পড়েন মৃতার পরিজনেরা।
চিকিৎসক এবং নার্সদের বিরুদ্ধে চিকিৎসা গাফিলতির অভিযোগে লেবার রুমে ভাঙচুর চালানো হয়। জখম হন কয়েকজন চিকিৎসক ও নার্স। গোটা ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে।
একদিকে নিরাপত্তার প্রশ্ন তুলে কর্মবিরতি শুরু করার হুঁশিয়ারি দিয়েছেন চিকিৎসক, নার্সরা। অন্যদিকে চিকিৎসা গাফিলতির অভিযোগ এনেছে রোগীর বাড়ির লোকজন। হাসপাতাল কর্তৃপক্ষর অবশ্য কোনও প্রতিক্রিয়া মেলেনি।