শেষ আপডেট: 29th February 2024 21:21
দ্য ওয়াল ব্যুরো: প্রাণবাঁচাতে আদালতের সামনে বিক্ষোভ দেখালেন আইনজীবীরা। বৃহস্পতিবার এমনই ঘটনার সাক্ষী থাকল দুর্গাপুর মহকুমা আদালত।
আইনজীবীদের অভিযোগ, দুর্গাপুর মহকুমা আদালতের প্রবেশ পথের গার্ডওয়ালের ভগ্ন অবস্থা। ছেড়ে পড়ছে পলেস্তারার চাঙর। তারওপর আদালতের নীচের তলায় এবং উপর তলায় রয়েছে বিভিন্ন সরকারি দফতর। বেসমেন্টে রয়েছে আদালত হেফাজত। ওই অফিসের কর্মীরা বাইক রাখেন আদালতের প্রবেশ পথেই। ফলে আদালতে ঢুকতে বেরোতে চরম সমস্যার মুখে পড়তে হচ্ছে বিচারকদের থেকে আইনজীবী কিংবা বিচারপ্রার্থীদেরও।
এব্যাপারে পুলিশকে বারংবার জানিয়েও সমস্যার সুরাহা না হওয়ায় এদিন বাইক দিয়ে প্রবেশ পথ অবরুদ্ধ করে বিক্ষোভ দেখান আইনজীবীরা। প্রতীকী এই বিক্ষোভকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে যায় আদালত চত্বরে।
দুর্গাপুর মহকুমা আদালতের আইনজীবী কল্লোল ঘোষ অভিযোগ করেন,"আদালতে যাওয়ার মূল প্রবেশদ্বারের কংক্রিটের গার্ডওয়াল ভেঙে পড়েছে। এমনিতেই আতঙ্কের মধ্যে যাতায়াত করতে হয়। পা ফসকে গেলেই বেসমেন্টে পড়ে মৃত্যু নিশ্চিত। তারই মধ্যে সরকারি দফতরের কর্মীরা মূল প্রবেশদ্বারের সামনেই এমনভাবে বাইক রাখছেন যাতায়াত প্রায় বন্ধ। পুলিশকে একাধিকবার জানানোর পরেও মেলেনি সুরাহা। তাই এই প্রতীকী বিক্ষোভ।"
খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিলে অবরোধ তুলে নেন আইনজীবীরা। তবে দ্রুত সমস্যার সমাধান হলে ফের আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।