শেষ আপডেট: 4th May 2023 11:03
দ্য ওয়াল ব্যুরো: প্রিয় দুই বন্ধু একই সঙ্গে থাকলে একে অন্যের পোশাক পরা থেকে খাবার ভাগ করে খাওয়া অসম্ভব নয়। তবে, একজন মারা গেলে, মৃত্যুর খবর কাউকে না জানতে দিয়ে তাঁর অ্যাকাউন্টে থাকা টাকা তুলে দেদার খরচ করে চলার মতো ঘটনা বিরল (pensioners friend used to shop with death persons money)! যদিও এমনই ঘটনা ঘটল এক ইংল্যান্ডের বার্মিংহামে। একই ফ্ল্যাটে থাকা সুহৃদ, মৃত ব্যক্তির জমানো টাকা নির্দ্বিধায় খরচ করে গেলেন টানা ২ বছর ধরে। আর এই ২ বছর সেই মৃত ব্যক্তির দেহ পড়ে থাকল একটি ফ্রিজের ভেতরে (body was hidden in fridge)!
জন ওয়েনরাইট এবং ড্যামিয়ন জনসন দুই অসমবয়স্ক বন্ধু। তাঁদের সখ্যতা এতদূরই ছিল যে তাঁরা থাকতেন একই ফ্ল্যাটে। আচমকাই ২০১৮র সেপ্টেম্বরে মৃত্যু হয় জনের। তবে সেই মৃত্যুর খবর একমাত্র ড্যামিয়ন ছাড়া জানতেন না কেউই। ৭১ বছরের জনের সম্পত্তি এবং ব্যাঙ্ক ব্যালেন্স ছিল যথেষ্ট। নিয়মিত পেনশন পেতেন তিনি।
জন মারা যাওয়ার পরেও ড্যামিয়ন বন্ধ হতে দেননি সেই পেনশন। নিয়মিত ব্যাঙ্ক থেকে তুলতেন জনের জন্য বরাদ্দ পেনশনের টাকা। আর সেই টাকায় চলত দেদার কেনাকাটা। জনের দেহটি ২ বছর ধরে তিনি লুকিয়ে রেখেছিলেন তাঁরই বাসার ফ্রিজের মধ্যে। অবশেষে ২০২০র অগাস্টে সামনে আসে জনের মৃত্যুর খবর।
এই ঘটনা জানাজানি হতেই গ্রেফতার করা হয় ড্যামিয়ন জনসনকে। তবে, তিনি এ বিষয়ে চমকে দেওয়ার মতো প্রতিক্রিয়া দেন। আদালতকে তিনি জানান যে জনের টাকায় তাঁরও অধিকার আছে। আসলে মৃত জনের সঙ্গে জয়েন্ট অ্যাকাউন্ট ছিল ড্যামিয়নের। সেই কারণেই মারা যাওয়ার পরেও টাকা তুলতে পেরেছিলেন তিনি।
পরে জামিনে মুক্তি পান ড্যামিয়ন। জনের দেহ যথাযথ ভাবে সৎকার না করার অপরাধও বর্তেছে ড্যামিয়েনের ওপর। বিচারক আগামী ৭ নভেম্বর এই মামলার শুনানির দিন ধার্য করেছেন।
স্ত্রী মারা যেতেই জলের ট্যাঙ্কে উঠে পড়ল যুবক, দেড় ঘণ্টা পর অক্ষত অবস্থায় উদ্ধার