শেষ আপডেট: 1st November 2024 16:29
দ্য ওয়াল ব্যুরো: 'রক্তমাখা গ্লাভস', 'মরচে ধরা কাঁচি'-র পর এবার সামনে এল মর্গের বিকল ফ্রিজারের ঘটনা!
অভিযোগ, এক বছরের বেশি সময় ধরে মালদহ মেডিক্যালের মর্গের ফ্রিজার খারাপ। অথচ তাতেই মজুত করে রাখা রয়েছে দাবিহীন দেহগুলি। চরম দুর্গন্ধে মর্গের আশেপাশে দিয়ে যাওয়া দুরূহ হয়ে উঠেছে।
ঘটনার সত্যতা স্বীকার করে নিয়েছেন মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালের সহকারী অধ্যক্ষ প্রসেনজিৎ বর। সংবাদমাধ্যমকে তিনি জানান, 'ফ্রিজার খারাপের বিষয়টি উর্ধতন কর্তৃপক্ষকে আগেই জানানো হয়েছিল। সম্প্রতি অর্থ বরাদ্দ হয়েছে। টেন্ডার প্রক্রিয়ার জন্য কাজ আটকে আছে।' কতদিনের মধ্যে সমস্যার সমাধান হবে তা নিশ্চিত করে বলতে পারেননি তিনি।
জানা যাচ্ছে, মালদহ মেডিক্যালে মোট আটটি ফ্রিজার রয়েছে। এর মধ্যে কয়েকটি রয়েছে মর্গে। বাকিগুলি অ্যানাটমি বিভাগ ও ওয়ার্ড মাস্টারের অফিসে। সূত্রের দাবি, আটটি ফ্রিজারে ৪৮টি মৃতদেহ মজুত রাখার পরিকাঠামো রয়েছে। অথচ এক বছরের বেশি সময় ধরে প্রায় সব ফ্রিজার অকেজো। সেখানেই জমছে দাবিহীন একাধিক মৃতদেহ। ফলে দুর্গন্ধে টেকা যাচ্ছে না।
আরজি করে ডাক্তারি মৃত্যুর বিচার চেয়ে পথে নেমেছিলেন জুনিয়র চিকিৎসকরা। সেই সূত্রে হাসপাতালে দুর্নীতি থেকে পরিকাঠামোগত সমস্যা সামনে এসেছিল। দ্রুত সমাধানের আশ্বাসও দিয়েছে প্রশাসন। এরই মধ্যে সম্প্রতি আরজি কর মেডিক্যাল থেকে পাওয়া গিয়েছিল রক্তমাখা গ্লাভস। এসএসকেএম হাসপাতাল থেকে মিলেছিল মরচে ধরা কাঁচি! এবার মালদহের মর্গে বিকল ফ্রিজারে ঘটনা সামনে এল।