শেষ আপডেট: 8th January 2022 06:36
দ্য ওয়াল ব্যুরো: পাঁচ রাজ্যের ভোটের দিনক্ষণ আজ শনিবার ঘোষণা করবে জাতীয় নির্বাচন কমিশন। বেলা সাড়ে তিনটের সময় সাংবাদিক সম্মেলন করে কমিশন জানাবে উত্তরপ্রদেশ, পাঞ্জাব, মণিপুর, গোয়া এবং উত্তরাখণ্ডে কবে কবে ভোটগ্রহণ এবং কবে ফল ঘোষণা হবে। কোভিড পরিস্থিতির কথা বিবেচনা করে এলাহাবাদ হাইকোর্ট কেন্দ্রীয় সরকার ও নির্বাচন কমিশনকে বলেছিল, উত্তরপ্রদেশের ভোট পিছিয়ে দেওয়া যায় কি না তা চিন্তাভাবনা করতে। তবে সমস্ত রাজনৈতিক দল সময়ে ভোটের ব্যাপারে সম্মতি দেয়। কোভিডের তৃতীয় ঢেউ যখন মাথাচাড়া দিচ্ছে তখন নির্বাচনের প্রচারে কী কী বিধি কমিশন বেঁধে দেয় সেটাই দেখার। কোভিড পর্বে ২০২০ সালের ডিসেম্বরে প্রথম ভোট হয়েছিল বিহারে। তারপর গত বছর বাংলা, কেরল, অসমে ভোট হয়েছে। এবার উত্তরপ্রদেশ সহ পাঁচ রাজ্যের ভোট। .