শেষ আপডেট: 1st January 2025 17:50
দ্য ওয়াল ব্যুরো: বর্ষশেষ এবং বর্ষবরণের মাহেন্দ্রক্ষণ থেকেই বাংলায় নতুন করে পারদ পতন হতে শুরু করেছে। কিন্তু নতুন বছরের প্রথম মাসেও কনকনে ঠান্ডার অনুভূতি পাওয়া যাবে না! এই খারাপ খবরটা শুনিয়েই দিল আলিপুর আবহাওয়া দফতর।
জাঁকিয়ে ঠান্ডা পড়বে না, উল্টে তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস দেওয়া হয়েছে। কারণ পরবর্তী কয়েকদিনের মধ্যে ফের একবার বাংলায় পশ্চিমী ঝঞ্ঝা ঢোকার সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, আগামী ৪ জানুয়ারি নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকতে পারে বাংলায়। তার ফলেই আবহাওয়ার পরিবর্তন হবে বাংলায়।
দক্ষিণবঙ্গের তাপমাত্রা কিছুটা বাড়লেও উত্তরবঙ্গে সম্পূর্ণ বিপরীত চিত্র থাকবে বছরের শুরুতে। ৭ জানুয়ারি বছরের প্রথম তুষারপাত হতে পারে দার্জিলিংয়ে। এছাড়া কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে হালকা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে আগামী সপ্তাহে। পাশাপাশি ঘন কুয়াশার সতর্কবার্তা দেওয়া হয়েছে উত্তরবঙ্গ জুড়ে।
পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে সিকিমে তুষারপাতের সম্ভাবনা আগামী সোমবার এবং মঙ্গলবার। তার প্রভাব পড়তে পারে উত্তরবঙ্গের উঁচু পার্বত্য এলাকায়। তবে শনি ও রবিবার তাপমাত্রা একটু বাড়তে পারে বলে পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের।
এই সময়টায় বৃষ্টির তেমন কোনও সম্ভাবনা নেই। রাজ্যজুড়ে মূলত শুষ্ক আবহাওয়া থাকবে। আর কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রিতে নেমে যেতে পারে। একই ভাবে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রির আশেপাশে পৌঁছে যেতে পারে। যেমন ডিসেম্বরের শুরুতে হয়েছিল। তবে জানুয়ারির ৪-৫ তারিখের পর থেকে তাপমাত্রা বাড়তে পারে।