শেষ আপডেট: 19th June 2018 01:48
ফিলিং ফরটি এইট টেম্পারেচারেও পেখম মেলে নাচ দেখাল ময়ূর
দ্য ওয়াল ব্যুরো: তীব্র গরমে টেকা দায় হয়ে দাঁড়িয়েছে এ শহরে। ইতিমধ্যেই চল্লিশের ঘর ছুঁয়েছে পারদ। সকাল দশটাতেই মনে হচ্ছে দুপুর একটা। রীতিমতো লু বইছে শহর থেকে শহরতলিতে। বাদ পড়েনি জেলাও। উত্তরবঙ্গে খানিক স্বস্তির বৃষ্টি পড়লেও ফুটিফাটা গরমে নাজেহাল কলকাতা। কিন্তু এর মধ্যেই পেখম মেলে নাচ দেখাল এক ময়ূর। গানের কথাও যদিও বর্ষা না এলে ময়ূর মোটেও পেখম মেলে না। তবে এ বার কলকাতায় ঘটলো খানিকটা অন্যরকম। রেকর্ড ব্রেকিং তাপমাত্রার মধ্যেও মঙ্গলবার কলকাতা চিড়িয়াখানায় রঙবাহারি পেখম মেলে নাচ দেখিয়েছে এক ময়ূর। আর সেই ছবিই লেন্সবন্দি করেছেন দেবাশিস রায়। দেখুন সেই ছবি