শেষ আপডেট: 28th January 2025 18:04
দ্য ওয়াল ব্যুরো: আগামী ১০ ফেব্রুয়ারি থেকে শুরু হবে রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন। বাজেট পেশ হবে ১২ ফেব্রুয়ারি। গত বছর বাজেটে ৪ শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবারও তার পুনরাবৃত্তি ঘটতে পারে বলে মনে করা হচ্ছে।
বছর ঘুরলেই লোকসভা ভোট। সেদিক থেকে মুখ্যমন্ত্রী পদে তাঁর তৃতীয় দফায় এটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের শেষ পূর্ণাঙ্গ বাজেট। যে কারণে রাজ্য প্রশাসনের একাংশের ধারণা, এবারের বাজেটে ডিএ নিয়ে বড় চমক থাকতে পারে। একইভাবে লক্ষ্মীর ভান্ডার, রূপশ্রী, কন্যাশ্রীর মতো সামাজিক প্রকল্পগুলিতে অতিরিক্ত সংযোজন করতে পারেন মুখ্যমন্ত্রী। স্বভাবতই, ১২ ফেব্রুয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের বাজেটের দিকে তাকিয়ে সব মহল।
বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মচারিরা ৫৩ শতাংশ হারে মহার্ঘ ভাতা পান। অর্থাৎ কেন্দ্র-রাজ্য মহার্ঘ ভাতার তফাৎ রয়েছে ৩৯ শতাংশ। উপরি নরেন্দ্র মোদী সরকার অষ্টম পে কমিশন (8th Pay Commission) অনুমোদন করেছে। যা ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে বাস্তবায়িত হওয়ার কথা। বলাবাহুল্য অষ্টম পে কমিশন বাস্তবায়িত হলে কেন্দ্রীয় ও রাজ্য সরকারি কর্মচারিদের বেতন কাঠামোর মধ্যে বিস্তর ফারাক তৈরি হয়ে যেতে পারে। কারণ বাংলায় সপ্তম পে কমিশন এখনও ঘোষণা করা হয়নি।
ডিএ নিয়ে ইতিমধ্যে মামলা গড়িয়েছে সুপ্রিম কোর্টেও। অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও স্পষ্ট করে দিয়েছেন, কেন্দ্রের হারে মহার্ঘ ভাতা কোনওভাবেই দেবে না রাজ্য সরকার। কারণ রাজ্যের সেই আর্থিক সঙ্গতি নেই। এবিষয়ে অতীতে মমতা বন্দ্যোপাধ্যায় এও বলেছিলেন, "রাজ্যের এই বেতন কাঠামো কারও পছন্দ না হলে তিনি কেন্দ্রের চাকরি খুঁজতে পারেন। তাতে বাধা নেই।"
লক্ষ্মীর ভাণ্ডারের দৌলতে ইতিমধ্যেই রাজ্যের লক্ষ লক্ষ মহিলার সমর্থন আদায়ে সক্ষম হয়েছে রাজ্য। একইভাবে রাজ্য আবাস প্রকল্পে ১২ লক্ষ পরিবারকে গত ডিসেম্বরেই বাড়ি তৈরির প্রথম কিস্তি দিয়ে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এও জানিয়েছেন, ২০২৫ সালে আরও ১৬ লক্ষ প্রান্তিক পরিবারকে বাড়ি বানাতে টাকা দেবে তাঁর সরকার। স্বভাবতই, রাজ্য সরকারি কর্মচারী মহলে কৌতূহল তৈরি হয়েছে যে, তাঁদের মহার্ঘ ভাতার ভবিষ্যৎ কী?
পর্যবেক্ষকদের অনেকের মতে, দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে সরকারি কর্মচারীদের দাবিকে রাজ্য একেবারে গুরুত্ব দেবে না, এমনটা নয়। এর আগে ২০২৩ সালে ২১ ডিসেম্বর পার্ক স্ট্রিটের অ্যালেন পার্ক থেকে ৪ শতাংশ মহার্ঘ ভাতা বাড়ানোর ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার বড়দিনে সেই ঘোষণা না হওয়ায় বাজেটে ডিএ ঘোষণার সম্ভাবনা প্রবল বলেই মনে করা হচ্ছে।