শেষ আপডেট: 27th May 2024 15:12
দ্য ওয়াল ব্যুরো: সাগরদ্বীপ এবং বাংলাদেশের খেপুপাড়া অঞ্চলে ল্যান্ডফল হয়েছে ঘূর্ণিঝড় 'রেমাল'-এর। প্রায় ৪ ঘণ্টা ধরে সেই প্রক্রিয়া চলেছিল। রবিবার রাতে যে তাণ্ডব শুরু হয়েছে তার রেশ এখনও বহাল এবং তা আগামী কয়েক ঘণ্টা থাকবেও। তবে আবহাওয়া দফতর জানিয়েছে, আগের থেকে শক্তি হারিয়েছে 'রেমাল'।
প্রবল ঘূর্ণিঝড় থেকে এখন সাধারণ ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে 'রেমাল'। এই মুহূর্তে ঝড়টির গতিবেগ মাত্র ১৫ কিলোমিটার প্রতি ঘণ্টা। তবে এখনই বিরাট স্বস্তি পাওয়ার কিছু হয়নি। কারণ, হাওয়া অফিস বলছে, ঘূর্ণিঝড়ের শক্তি কমলেও দুর্যোগ এখনই কমবে না। সোমবার প্রায় সারাদিনই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড়বৃষ্টি হবে।
আবহাওয়া দফতর মনে করছে, বিকেলের পর থেকে সামগ্রিক পরিস্থিতির বদল ঘটবে। কারণ সেই সময় থেকেই ঝড়টি আরও খানিকটা শক্তি কমিয়ে গভীর নিম্নচাপে পরিণত হবে এবং রাতের দিকে গভীর নিম্নচাপটি আরও উত্তর-পূর্বে অগ্রসর হয়ে সাধারণ নিম্নচাপে পরিণত হবে। অর্থাৎ সোমবার রাত পর্যন্ত যে বৃষ্টি চলবে তা মোটামুটি স্পষ্ট হয়ে গেছে।
সোমবার প্রবল বৃষ্টির জন্য সারাদিন গেরুয়া সতর্কতা জারি করা হয়েছে হাওড়া, হুগলি, কলকাতা, দুই ২৪ পরগনায়। ভারী বৃষ্টির কারণে হলুদ সতর্কতা জারি করা হয়েছে বীরভূম, পূর্ব বর্ধমান এবং দুই মেদিনীপুরে। ঘূর্ণিঝড়ের তাণ্ডবের কারণে একাধিক মৃত্যুর খবরও এসেছে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে।
'রেমাল'-এর প্রভাবে সপ্তাহের প্রথম দিনই শহরের রাস্তায় বাস, অটো, ট্যাক্সির অমিল। অ্যাপ ক্যাব বুক করতে চাইলেও যা দাম দেখাচ্ছে তাতে 'বুক'-এ ক্লিক করা যাচ্ছে না। অন্যদিকে মেট্রো পরিষেবা আংশিক চালু হলেও তাতে বিশেষ লাভ হচ্ছিল না। কারণ পার্ক স্ট্রিট, ধর্মতলা স্টেশন জলে ডুবে ছিল। মেট্রোর ট্র্যাকেও জল জমার কারণে কিছু স্টেশন পর্যন্ত পরিষেবা বন্ধ ছিল বেশ কয়েক ঘণ্টা। পরে অবশ্য পরিষেবা চালু হয়।