শেষ আপডেট: 23rd October 2024 18:12
দ্য ওয়াল ব্যুরো: বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড় দানা-কে নিয়ে ইতিমধ্যে বিভ্রান্তিকর নানান তথ্য ছড়াতে শুরু করেছে সমাজমাধ্যমে। ঝড়ের বর্তমান অবস্থান, তার গতিবিধি, সম্ভাব্য ল্যান্ডফলের সময়, কোথায় কোথায় ভারী বৃষ্টি ও দমকা হাওয়ার সম্ভাবনা—সবটাই বুধবার সন্ধেয় দ্য ওয়ালকে সবিস্তারে জানালেন আলিপুর আবহাওয়া অফিসের অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস।
হাবিবুর জানিয়েছেন, বুধবার বিকেলে ঘূর্ণিঝড়ের অবস্থান ছিল পূর্ব মধ্য বঙ্গোপসাগরে। সেখান ক্রমশ উত্তর পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে দানা। আর সমুদ্রের উপর দিয়ে যত এগোচ্ছে তত তার শক্তি বাড়ছে।
ল্যান্ডফল কোথায় ও কখন (Cyclone Dana landfall place and time)
ওড়িশা ও উত্তর ওড়িশার উপর দিয়ে বয়ে যাবে এই ঘূর্ণিঝড়। আলিপুর আবহাওয়া দফতরের এই অধিকর্তা আরও জানিয়েছেন, ওড়িশার ধামড়া ও ভিতরকণিকা এলাকায় দানার ল্যান্ডফল হবে। অর্থাৎ ঘূর্ণিঝড় এই এলাকায় আছড়ে পড়বে। তবে ঘণ্টা মিনিট ধরে ল্যান্ডফলের সঠিক সময় এখনও বলতে পারছে না আবহাওয়া দফতর। মোটামুটি ভাবে বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকালের মধ্যে ল্যান্ডফল হবে বলে মনে করা হচ্ছে।
হাবিবুর জানিয়েছেন, ল্যান্ডফলের সময়ে ঘণ্টায় ১০০ থেকে ১১০ কিলোমিটার গতিবেগে ঝড় হতে পারে। তা বেড়ে ১২০ কিলোমিটার পর্যন্তও হতে পারে।
কলকাতায় ঘূর্ণিঝড়ের প্রভাব (Cyclone Dana Kolkata Impact)
আলিপুর আবহাওয়া দফতরের এই আধিকর্তা জানিয়েছেন, কলকাতায় ২৫ অক্টোবর অর্থাৎ বৃহস্পতিবার ভারী বৃষ্টি হতে পারে। ল্যান্ডফলের সময়ে কলকাতায় ঝড়ের গতি হতে পারে ঘণ্টায় ৬০ কিলোমিটার। কখনও বা ঘণ্টায় ৮০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। ঘূর্ণিঝড়ের প্রভাবে বৃষ্টি হতে পারে শুক্রবারও।
উপকূলবর্তী পশ্চিমবঙ্গে প্রভাব (Cyclone Dana West Bengal Impact)
আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, পশ্চিমবঙ্গে ঘূর্ণিঝড়ের সবচেয়ে বেশি প্রভাব পড়তে পারে পূর্ব মেদিনীপুর জেলায়। এছাড়া দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া ও ঝাড়গ্রামেও ঘূর্ণিঝড়ের প্রভাব থাকবে। এই জেলাগুলিতে ২৫ অক্টোবর ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ২৬ অক্টোবর তথা শুক্রবারও কোথাও কোথাও বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টি হতে পারে।