শেষ আপডেট: 19th October 2024 17:45
দ্য ওয়াল ব্যুরো: বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত। যা ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে উত্তর ও উত্তর-পশ্চিম অভিমুখে অর্থাৎ ওড়িশা ও অন্ধ্রপ্রদেশ উপকূল বরাবর অগ্রসর হতে পারে। এই ঘূর্ণিঝড় সৃষ্টি হলে তার নাম হবে 'দানা'। এর জেরে বৃষ্টি বাড়ার আশঙ্কা রয়েছে বাংলায়। একাধিক জেলায় হতে পারে ভারী বর্ষণও।
হাওয়া অফিস জানিয়েছে, পশ্চিমবঙ্গের সব জেলায় ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তবে কয়েকটি জেলার বেশিরভাগ অংশে ভারী বৃষ্টি হবে এই ঘূর্ণিঝড়ের কারণে। যদিও 'দানা' এখনও তৈরি হবে কিনা, সে ব্যাপারে নিশ্চয়তা দেওয়া যাচ্ছে না। বর্তমানে যা পরিস্থিতি তাতে আগামী সপ্তাহে বুধবার থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় বৃষ্টি বাড়তে পারে বলেই আভাস মিলেছে।
দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর সহ কিছু জেলায় ভারী বৃষ্টি হওয়ার ইঙ্গিত দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বলা হয়েছে, উত্তাল হবে সমুদ্র। ঘণ্টায় ৫৫ কিমি বেগে বইবে ঝোড়ো হাওয়া। তাই মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
আগামী ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টিপাত হতে পারে তামিলনাড়ু, পন্ডিচেরি, কর্ণাটক এবং গুজরাতে। রবিবার থেকে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ ও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার থেকে ঝড়ের প্রভাব বাড়বে বাংলায়।
ঘূর্ণিঝড় 'দানা' তৈরি হলে তার গতিপথ কী হবে সেটাও এখনও স্পষ্ট নয়। তবে আবহবিদরা বলছেন, আগামী ২৪ অক্টোবরের মধ্যে ঘূর্ণিঝড়টি স্থলভাগে প্রবেশ করতে পারে। অন্ধ্র-ওড়িশা সীমান্ত থেকে বাংলাদেশের মধ্যে কোনও জায়গায় তার ল্যান্ডফল হবে। সুতরাং, বাংলায় কালীপুজোর আগে দুর্যোগের সম্ভাবনা তৈরি হচ্ছে।